DA Hike: রাজ্যের DA ‘ললিপপ’! জানুয়ারি মাসের ব্যাখ্যা দিয়ে বোঝালেন শুভেন্দু

Suvendu Adhikari on DA Hike: রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যে মহার্ঘভাতার ফারাক ছিল ৪০ শতাংশ। কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা বর্তমানে ডিএ পান ৪৬ শতাংশ হারে। সেক্ষেত্রে রাজ্য সরকার ৬ শতাংশ থেকে আরও চার শতাংশ বাড়ানোয়, বাংলার সরকারি কর্মচারীরা মহার্ঘভাতা পাবেন ১০ শতাংশ হারে।

DA Hike: রাজ্যের DA 'ললিপপ'! জানুয়ারি মাসের ব্যাখ্যা দিয়ে বোঝালেন শুভেন্দু
ডিএ নিয়ে কী বলছেন শুভেন্দু?Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2023 | 6:29 PM

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়দিনের মুখে বড় ঘোষণা করেছেন। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন। জানুয়ারি মাস থেকেই বর্ধিত ডিএ কার্যকর হয়ে যাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, আন্দোলনরত সরকারি কর্মচারীরা শুরু থেকেই দাবি জানিয়ে আসছে, কেন্দ্রীয় হারে মহার্ঘভাতার জন্য। সেক্ষেত্রে ৪ শতাংশ ডিএ বাড়ানোয় বরফ গলেনি। পাল্টা ‘ভিক্ষার’ বর্ধিত ডিএ ‘প্রত্যাখ্যানের’ কথা ঘোষণা করে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই মহার্ঘভাতা বাড়ানোকে রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য ‘ললিপপ’ বলেই মনে করছেন। কিন্তু কেন এমন বলছেন বিরোধী দলনেতা?

রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যে মহার্ঘভাতার ফারাক ছিল ৪০ শতাংশ। কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা বর্তমানে ডিএ পান ৪৬ শতাংশ হারে। সেক্ষেত্রে রাজ্য সরকার ৬ শতাংশ থেকে আরও চার শতাংশ বাড়ানোয়, বাংলার সরকারি কর্মচারীরা মহার্ঘভাতা পাবেন ১০ শতাংশ হারে। রাজ্য ও কেন্দ্রের মধ্যে ফারাক কমে হওয়ার কথা, ৩৬ শতাংশ। কিন্তু বিরোধী দলনেতার বক্তব্য, আখেড়ে ফারাকের গোটা বিষয়টা একই রকম থাকতে চলেছে।

কীসের ভিত্তিতে এমন দাবি করছেন শুভেন্দু? এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লিখেছেন, কেন্দ্রীয় সরকার বছরে দু’বার সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘভাতা পরিবর্তন করে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী, বছরের গড় হিসেবের ভিত্তিতে এই ডিএ বাড়ানো হয়। সাধারণত, প্রতি বছর ১ জানুয়ারি ও ১ জুলাই এই ডিএ বাড়ানো হয়।

বিরোধী দলনেতা মনে করছেন, আপাতত কেন্দ্রের সঙ্গে মহার্ঘভাতার ব্যবধান ৪ শতাংশ কমলেও, জানুয়ারিতে কেন্দ্রের তরফে নতুন ঘোষণা করা হলেই আবার ব্যবধান একই হয়ে যাবে। সেক্ষেত্রে গোটা বিষয়টিই লোকসভা ভোটের মুখে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ‘ললিপপ’ বলে মনে করছেন শুভেন্দু অধিকারী।

যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, ডিএ বাধ্যতামূলক নয়। এটি ঐচ্ছিক। চার শতাংশ ডিএ বাড়ানোকে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য নতুন বছরের উপহার বলেও জানিয়েছেন তিনি।