Durga Puja 2025: পুজোয় কি বৃষ্টি ভোগাবে? শঙ্কায় ঢাকিরাও
Durga Puja: এক ব্যক্তি বলেন, "এক ঢাকি বলেন, "আমরা কাল সন্ধেয় এসেছি। কোনও বায়না হচ্ছে না। পরিবেশ খুব একটা তো ভাল না। তাই হয়ত বায়নাও হচ্ছে না।" আরও এক ঢাকি বলেন, "আকাশের অবস্থা ভাল না। ঠিক মতো বায়নাও হচ্ছে না। কেউ দশ কেউ বারো হাজারের কথা বলছেন।"

কলকাতা: আজ পঞ্চমী। পুজো-পুজো গন্ধ চারিদিকে। ইতিমধ্যেই বড়-বড় পুজো মণ্ডপগুলি খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। আর তাই শারদোৎসবে ডুব দিয়েছেন বঙ্গবাসী। বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই ঢাকিরা চলে এসেছেন। মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, উত্তর ২৪ পরগনা থেকে শিয়ালদহে এসে গিয়েছেন ঢাকিরা।
এক ব্যক্তি বলেন, “এক ঢাকি বলেন, “আমরা কাল সন্ধেয় এসেছি। কোনও বায়না হচ্ছে না। পরিবেশ খুব একটা তো ভাল না। তাই হয়ত বায়নাও হচ্ছে না।” আরও এক ঢাকি বলেন, “আকাশের অবস্থা ভাল না। ঠিক মতো বায়নাও হচ্ছে না। কেউ দশ কেউ বারো হাজারের কথা বলছেন।” মূলত, বাড়তি রোজগারের আশায় ঢাকিরা শিয়ালদহে জড়ো হন। খোলা আকাশের নিচে ঢাক বাজিয়ে পুজো উদ্যোক্তাদের মন জয় করলে তবেই বায়না হয়।
এ দিকে, এই বছর চিন্তায় আবহাওয়া। বৃষ্টি নামলেই ঢাক বাজানো বন্ধ করে সরে যেতে হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, ওড়িশায় গভীর নিম্নচাপের জেরে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। বিকেল পর্যন্ত উপকূলে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপটি ওড়িশায় ঢুকে পড়েছে। ক্রমশ ছত্তীসগঢ়ের দিকে এগিয়ে যাবে। ফলে আগামিকাল অর্থাৎ ষষ্ঠী থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। তবে একেবারে বৃষ্টি হবে না, এমন নিশ্চয়তা দিতে পারছেন না আবহবিদরা। তাঁরা বলছেন, ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীতে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
