Sukanta attacks Mamata: ‘সাউথ আফ্রিকার মতো চোকার্স হয়েছে ডাক্তাররা’, খোঁচা দিয়ে মমতাকে গ্রেগ চ্যাপেলের সঙ্গে তুলনা সুকান্তর
Sukanta attacks Mamata: রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন বিজেপি ছাড়া যে এ রাজ্যে বড় আন্দোলন সম্ভব নয় তাই যেন হাবেভাবে এদিন বুঝিয়ে দিলেন সুকান্ত-শুভেন্দু। শুভেন্দু তো বলছেনই, “বিজেপি ছাড়বে না। দীপাবলির পর শুরু হবে।”
কলকাতা: এতদিন ঘাসফুল শিবির থেকে ধেয়ে আসছিল একের পর এক আক্রমণ। এবার ময়দানে পদ্ম শিবির। সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে একের পর এক চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে গেলে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুভেন্দু তো বলেই দিলেন, “কিছু বাম এবং অতি বাম এদের আন্দোলনকে বিপথে চালিত করছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের শুরুটা ভাল। ফিনিশিংটা ভাল নয়।” রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন বিজেপি ছাড়া যে এ রাজ্যে বড় আন্দোলন সম্ভব নয় তাই যেন হাবেভাবে এদিন বুঝিয়ে দিলেন সুকান্ত-শুভেন্দু। শুভেন্দু তো বলছেনই, “বিজেপি ছাড়বে না। দীপাবলির পর শুরু হবে।”
অন্যদিকে সুকান্ত আবার শুরু থেকেই দফায় দফায় মমতার সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হলেন। গোটা ঘটনার দায় ঠেললেন মমতার দিকেই। তীব্র আক্রমণের সুরে বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা হাড়ে হাড়ে চিনি। আগেই বলেছিলাম। প্রধান অভিযুক্তের সঙ্গে বৈঠক করছে জুনিয়র ডাক্তাররা। থ্রেট কালচারের জনক মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক ফ্রন্ট চলে আসবে। যাদের নাম শুনেছি অভিযুক্ত হিসেবে, তারা সামনে আসবে।” এখানেই না থেমে একেবারে গ্রেগ চ্যাপেলের সঙ্গে তুলনা করেন মমতার।
খোঁচা দিয়ে বলেন, “মমতা গেমপ্লেনের মতো খেলছে। কোচ হচ্ছে গ্রেগ চ্যাপেলের মতো মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হচ্ছে সাউথ আফ্রিকা হয়ে গেছে ডাক্তারবাবুরা। চোকার্স হয়ে গেছে।” প্রসঙ্গত, আরজি করের আন্দোলনের শুরু থেকেই লাগাতার তৃণমূলের নিশানায় পড়েছে জুনিয়র ডাক্তারেরা। লাগাতার তোপ দেগেছেন কুণাল ঘোষের মতো নেতারা। উল্টে অভিজিৎ গাঙ্গুলী, অগ্নিমিত্রা পালের মতো বিজেপি নেতৃত্ব তাঁদের ডাক্তারদের আন্দোলনের ‘পাশে’ দাঁড়াতে গেলে পড়তে হয়েছে ‘বাধার’ মুখে। যদিও এই ইস্যুতে নিজের ব্যখ্যা রয়েছে শুভেন্দুর। তিনি আবার বলছেন, “অভিজিৎ গাঙ্গুলী, অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, আন্দোলনটা সমগ্র মানুষের আন্দোলন থেকে বিচ্যুতি ঘটেছে। অনিকেত মাহাতোরা ভুগছে।”