Kolkata Airport : কলকাতা বিমানবন্দরে DRI-র জালে ধরা পড়ল ব্যক্তি, বাজেয়াপ্ত প্রায় ২ কোটি টাকার সোনা
Kolkata Airport : ধৃত ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে পাওয়া যায় বেশ কয়েকটি সোনার বিস্কুট। যার ওজন ৩ কেজি ৮৭২.৬৯ গ্রাম। বাজেয়াপ্ত হওয়া সোনার বাজারমূল্য এক কোটি ৯৭ লক্ষ ৫০ হাজার ৭১৯ টাকা।
কলকাতা : ব্যাঙ্কক থেকে নিয়ম বহির্ভূত ভাবে সোনা আসছে। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI) আধিকারিকরা গোপন সূত্রে আগে থেকে খবর পেয়েছিলেন। সেইমতো বিছানো হয়েছিল জাল। আর ব্যাঙ্কক থেকে বিমান কলকাতা বিমানবন্দরে নামার পরই তৎপর হন DRI আধিকারিকরা। সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালান। তাঁর ব্যাগ থেকে পাওয়া গেল প্রায় ২ কোটি টাকার সোনার বিস্কুট। দীপক কুমার গুপ্তা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল গভীর রাতে ব্যাঙ্কক থেকে কলকাতাগামী থাই এয়ার এশিয়ার একটি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। এক যাত্রী বিপুল পরিমাণে সোনা নিয়ে কলকাতায় আসছেন, আগে থেকে খবর পেয়েছিলেন DRI আধিকারিকরা। দীপক কুমার গুপ্তা বিমান থেকে নামার পরই তাঁকে আটক করা হয়। তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে পাওয়া যায় বেশ কয়েকটি সোনার বিস্কুট। যার ওজন ৩ কেজি ৮৭২.৬৯ গ্রাম। বাজেয়াপ্ত হওয়া সোনার বাজারমূল্য এক কোটি ৯৭ লক্ষ ৫০ হাজার ৭১৯ টাকা।
এই বিপুল পরিমাণ সোনা ধৃত ব্যক্তি কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা জানার চেষ্টা করছেন DRI আধিকারিকরা। সোনা পাচার চক্রের সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। আগামিকাল ধৃতকে আদালতে তোলা হবে।
কলকাতা বিমানবন্দরকে ব্যবহার করে বিদেশ থেকে সোনা পাচারের ঘটনা বেড়েছে বলে অভিযোগ। একাধিকবার কলকাতা বিমানবন্দরে সোনা-সহ গ্রেফতার করা হয়েছে পাচারকারীকে। গত ১২ জুন দুই ব্যক্তিকে ২ কেজি সোনা-সহ গ্রেফতার করা হয়। ওই দুই ব্যক্তির পায়ুদ্বার থেকে উদ্ধার হয় সোনা। তাঁরা মায়ানমার থেকে এসেছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের একাধিক দেশে সোনার দাম ভারতের তুলনায় কম। ওইসব দেশ থেকে সোনা তাই ভারতে পাচার করে পাচারকারীরা।