Pujoy Pulse: অভিনেত্রী, মা, উদ্যোক্তা―পাশাপাশি আরও এক পরিচয় এই অভিনেত্রীর
স্বরলিপি চট্টোপাধ্যায়। তিনি একাধারে যেমন অভিনেত্রী তেমন মা, তেমনই উদ্যোক্তা। এই তিন পরিচয়ের পাশাপাশি স্বরলিপি কলকাতায় খুলেছেন একটি ক্যাফে। নিজের মনের মতো করে সাজিয়েছেন তিনি। তাঁর তৈরি এই পডকাস্ট বৈঠক এক অভিনব প্রয়াস। যেখানে উঠে আসে সমাজের বিভিন্ন স্তরের নারীদের জীবন স্তরের গল্প।

কলকাতা: আজ চতুর্থী। টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজ়ন থ্রি-র নতুন প্রচার ‘পালস গোল-কা-মোল’। এবার পালসের উদ্যোগ বাংলার নারীদের সম্মান। এই সমাজে তাঁদের ভূমিকা তুলে ধরা। আজ টিভি ৯ বাংলা পুজোয় পালস সম্মান জানাল সেই রকমই এক নারীকে। যিনি তুলে ধরেছেন নিজের আত্মনির্ভর হওয়ার গল্প।
স্বরলিপি চট্টোপাধ্যায়। তিনি একাধারে যেমন অভিনেত্রী তেমন মা, তেমনই উদ্যোক্তা। এই তিন পরিচয়ের পাশাপাশি স্বরলিপি কলকাতায় খুলেছেন একটি ক্যাফে। নিজের মনের মতো করে সাজিয়েছেন তিনি। তাঁর তৈরি এই পডকাস্ট বৈঠক এক অভিনব প্রয়াস। যেখানে উঠে আসে সমাজের বিভিন্ন স্তরের নারীদের জীবন স্তরের গল্প।
এ প্রসঙ্গে স্বরলিপি চট্টোপাধ্যায় বলেন, “নিজেদের ক্যাপাবিলিটি, নিজেদের জোরে আমরা সব কিছু জয় করতে পারি। তাই সেটার উপর বিশ্বাস করতে হবে।” স্বরলিপির এই গল্প আত্মনির্ভরের। যা অন্য নারীদেরও আত্মনির্ভর হতে সাহায্য করে।”
ইতিমধ্যেই টিভি ৯ বাংলা পুজোয় পালস ক্যান্টর ঘুরছে জেলায়-জেলায়। কলকাতা থেকে যাত্রা শুরু হয়ে পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, যেখানে-যেখানেই পালস ক্যান্টর গিয়েছে সকলের মুখেই একটা কথা, ‘আবার যেন ফিরে এসেছে ছেলেবেলা’। কারণ, তেঁতুলের স্বাদে ভরা এই পালস গোলমোল মুখে দিয়ে আপনি ফিরে যাবেন সেই ছেলেবেলায়। আর এইসব নিয়েই পালস তৈরি করে নিয়েছে AI ভিডিয়ো। যেখানে আপনারা আরও বেশি ভাল করে বুঝতে পারবেন তাদের ক্যাম্পেনের ব্যাপারে।
