Shankar Addhya: দুবাইয়েও সংস্থা শঙ্কর আঢ্যর, হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল বলে জেনেছে ইডি

Ration Scam Case: রেশন দুর্নীতি মামলায় বনগাঁর তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে ইডি। প্রথম থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন শঙ্কর। তবে ইডি সূত্রে খবর, তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তারা পাচ্ছে। সূত্রের দাবি, বিদেশেও কোম্পানি খুলেছিলেন শঙ্কর আঢ্য।

Follow Us:
| Edited By: | Updated on: Jan 20, 2024 | 7:11 PM

কলকাতা: ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে শঙ্কর আঢ্য। শঙ্করের সংস্থা মারফত ১ হাজার কোটি টাকা বিদেশি মুদ্রাতে বদল হয়েছে বলে অভিযোগ উঠছে। সূত্রের খবর, শুধুমাত্র একটি সংস্থা থেকে ১০ বছরে (২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ) হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল হয়েছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শঙ্কর আঢ্য। বরং তিনি বলছেন, চক্রান্তের শিকার তিনি। শনিবার আদালত থেকে বেরোনোর সময় শঙ্কর আঢ্য বলেন, যে চক্রান্ত করেছে, ঈশ্বর বিচার করবে।

রেশন দুর্নীতি মামলায় বনগাঁর তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে ইডি। প্রথম থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন শঙ্কর। তবে ইডি সূত্রে খবর, তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তারা পাচ্ছে। সূত্রের দাবি, বিদেশেও কোম্পানি খুলেছিলেন শঙ্কর আঢ্য। নাম-সহ সে সংস্থার তথ্য ইতিমধ্যেই ইডির হাতে এসেছে বলে খবর। অর্থাৎ ইডির দাবি অনুযায়ী, শঙ্করের দুবাই-যোগ সামনে আসছে।

এসবিআরএম জেনারেল ট্রেডিং এলএলসি নামে দুবাইতে একটি সংস্থা আছে বলে ইডি সূত্রে খবর। সেই সংস্থার ব্যাপারে বিস্তারিত তথ্য জোগাড় করছে ইডি। রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার করার জন্যই এই সংস্থা খোলা হয় বলে মনে করছে তদন্তকারীরা।