Teachers recruitment : OMR শিটের কার্বন কপি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা, শিক্ষক নিয়োগে জটিলতা এড়াতে একাধিক পদক্ষেপের ভাবনা এসএসসি-র
Teachers recruitment : উত্তরপত্রের কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন। যাতে মডেল উত্তরপত্র বেরোলে চাকরিপ্রার্থীরা নিজেরাই বুঝতে পারেন তাঁরা কতগুলি উত্তর ঠিক লিখেছেন। উত্তরপত্রের কার্বন কপির সঙ্গে মিলিয়ে দেখে বুঝে যাবেন, তাঁরা কত নম্বর পাবেন।
কলকাতা : শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্য সরকার। হাইকোর্টে একাধিক মামলা চলছে। এই পরিস্থিতিতে নতুন করে শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা এড়াতে মরিয়া স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি (SSC)। সেজন্য এসএসসি-র তরফে একাধিক পদক্ষেপ করা হতে পারে বলে জানা গিয়েছে। তার মধ্যে অন্যতম পরীক্ষার পদ্ধতি। লিখিত পরীক্ষার নম্বর নিয়ে জটিলতা এড়াতে অপটিক্যাল মার্ক রিকগনিশন (OMR) পদ্ধতিতে পরীক্ষা হতে পারে। আর উত্তরপত্রের কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সহকারী শিক্ষক নিয়োগ হবে বলে ৫ মে ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পরীক্ষার দিন, কীভাবে পরীক্ষা নেওয়া হবে, কাউন্সেলিং প্রক্রিয়া এবং সম্ভাব্য কতগুলি শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে, সবকিছু বিজ্ঞপ্তিতে জানানো হবে বলে এসএসসি-র তরফে জানানো হয়েছে। শুধু সহকারী শিক্ষক নিয়োগ নয়, জুনিয়র হাইস্কুল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তিও খুব শীঘ্র জারি করবে কমিশন।
২০১৬ সালে শেষবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। ওই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঘিরে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। মামলা গড়ায় হাইকোর্টে। চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে এসএসসি-র তৎকালীন চেয়ারম্যান শুভঙ্কর সরকারকে সরানোর প্রস্তাব দিয়েছিল হাইকোর্ট। তার জেরে চেয়ারম্যান বদলের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এসএসসি-র চেয়ারম্যান হয়েছেন সিদ্ধার্থ মজুমদার। জটিলতা এড়াতে কমিশনের ভাবনা নিয়ে এসএসসি চেয়ারম্যান কোনও মন্তব্য করেননি। তবে কমিশন সূত্রে খবর, এবার পরীক্ষা নিয়ে যাতে কোনও অভিযোগ না ওঠে, তার জন্য সবরকম পদক্ষেপ করা হচ্ছে।
আর সেই পদক্ষেপের অন্যতম OMR শিটের কার্বন কপি পরীক্ষার্থীদের বাড়ি নিয়ে যেতে দেওয়া। যাতে মডেল উত্তরপত্র বেরোলে চাকরিপ্রার্থীরা নিজেরাই বুঝতে পারেন তাঁরা কতগুলি উত্তর ঠিক লিখেছেন। উত্তরপত্রের কার্বন কপির সঙ্গে মিলিয়ে দেখে বুঝে যাবেন, তাঁরা কত নম্বর পাবেন। এর ফলে তথ্য জানার অধিকারে নম্বর জানতে চাওয়ার ঝক্কি এড়়ানো যাবে বলে মনে করছে এসএসসি।
একইসঙ্গে ইন্টারভিউ পদ্ধতিতেও বদল আনা হচ্ছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, প্রত্যেক চাকরিপ্রার্থীর ১০ মিনিটের ইন্টারভিউ হবে। লেকচার ডেমোস্ট্রেশনের কোনও পরিকল্পনা আপাতত নেই। সবমিলিয়ে স্কুল সার্ভিস কমিশনের আশা, এসএসসি নিয়ে জটিলতা এবার এড়ানো যাবে।