Kolkata Traffic Police: বেহালায় ভরা রাস্তায় পুলিশকে গুলি করে মারার হুমকি… যুবকের কীর্তিতে তাজ্জব বনে গেলেন দুঁদে পুলিশকর্তারাই
Kolkata Traffic Police: জানা যাচ্ছে, ওই ব্যক্তি স্থানীয় এলাকারই বাসিন্দা। শনিবার সন্ধ্যায় এক যুবকের বাইকের পিছনে বসে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, তাঁর মাথায় হেলমেট ছিল না। বেহালার বুড়ো শিবতলার এলাকায় ধরেন জেমস লং সরণির সার্জেন্ট দেবাশিস দাস।
কলকাতা: ট্রাফিক সার্জেন্টকে গুলি করে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার যুবক। পুলিশ জানিয়েছে, বেহালার বুড়ো শিবতলার বন্ধুর মোটরবাইকের পিছনে যাচ্ছিলেন ওই যুবক। তাঁর মাথায় হেলমেট না থাকায় জেমস লং সরণির সার্জেন্ট দেবাশিস দাস ট্রাফিক আইনে মামলা করেন। কেস দেওয়া নিয়ে সার্জেন্টের সঙ্গে বচসায় পড়েন ধৃত যুবক। অভিযোগ, ট্রাফিক সার্জেন্টকে গালাগাল দিয়ে গুলি করে মারার হুমকি দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেহালা থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই যুবককে।
জানা যাচ্ছে, ওই ব্যক্তি স্থানীয় এলাকারই বাসিন্দা। শনিবার সন্ধ্যায় এক যুবকের বাইকের পিছনে বসে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, তাঁর মাথায় হেলমেট ছিল না। বেহালার বুড়ো শিবতলার এলাকায় ধরেন জেমস লং সরণির সার্জেন্ট দেবাশিস দাস। কেন তাঁর মাথায় হেলমেট নেই, সেই প্রশ্ন করতেই তেড়েফুঁড়ে ওঠেন ওই যুবক। ট্রাফিক পুলিশ আধিকারিককে গালাগালি দিতে থাকেন বলে অভিযোগ। এরপর তাঁর নামে ট্রাফিক আইনে মামলা করতে উদ্যত হন ওই আধিকারিক। ট্রাফিক পুলিশ কর্তার অভিযোগ, তখনই তাঁকে রাস্তায় ফেলে গুলি করে খুনের হুমকি দেন ওই যুবক।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেহালা থানার পুলিশ। ওই যুবককে গ্রেফতার করা হয়। তারপরই ওই যুবককে হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা যায়। ট্রাফিক পুলিশ কর্তা দেবাশিস দাস বলেন, “আমাকে বলে রাস্তায় ফেলে গুলি করে মারবে। মাথায় হেলমেট ছিল না বলে ধরা হয়েছিল। তাতেই এই হুমকি।” ওই যুবককে ট্রাফিক পুলিশ কর্তার সামনে বলতে শোনা যায়, “আমার ভুল হয়ে গিয়েছে। সেটা স্বীকার করে নিচ্ছি।” ওই যুবক আপাতত পুলিশের হেফাজতেই।