Cyclone Asani Update: ১২ ঘণ্টায় আরও শক্তি বৃদ্ধি ঘূর্ণিঝড়ের, মঙ্গলবার থেকেই বাংলার ৪ জেলায় খেল দেখাবে ‘অশনি’
Cyclone Asani Update: কৃষি দফতরের অ্যাডভাইসরিতে বলা হয়েছে, মাঠের পাকা ধান কেটে দ্রুত গুদামে তুলতে হবে। জমিতে জমা জল দ্রুত নিষ্কাশন করতে হবে, সবজির মাচা ও পানের বরজের ক্ষতি আটকাতে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কলকাতা: আগামী ১২ ঘণ্টার মধ্যে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘অশনি’। এখন বিশাখাপত্তনম থেকে ৯৪০ কিলোমিটার দূরে রয়েছে। পুরী থেকে অবস্থান করছে হাজার কিলোমিটার দূরে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঘূর্ণিঝড়টি আগামী ১২ ঘণ্টায় তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ১০ তারিখ, মঙ্গলবার সন্ধ্যাবেলায় ঘূর্ণিঝড়টি ও উপকূলের দিকে চলে যাবে। আলিপুর আওয়া দফতরের পূর্বাভাস আগামী ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষত উপকূলবর্তী জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১১ এবং ১২ তারিখে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়কালে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রসৈকত থেকে পর্যটকদের সরিয়ে আনা হয়েছে। ১০-১৩ তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হয়েছে বাংলা, ওড়িশার উপকূলে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, অশনির প্রভাবে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বঙ্গোপসাগরে। সতর্ক করা হয়েছে মত্স্যজীবীদের। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু বাংলা, ওড়িশার উপকূলে।
কৃষি দফতরের অ্যাডভাইসরিতে বলা হয়েছে, মাঠের পাকা ধান কেটে দ্রুত গুদামে তুলতে হবে। জমিতে জমা জল দ্রুত নিষ্কাশন করতে হবে, সবজির মাচা ও পানের বরজের ক্ষতি আটকাতে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের আবহাওয়ার খবরে নজর রাখতে বলা হয়েছে। কৃষি সংক্রান্ত যে কোনও সমস্যায় কৃষি দফতরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের।
দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় স্পিড বোটে চড়ে ফ্রেজারগঞ্জ থানার তরফে জলপথে প্রচার চলছে। মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। সমুদ্রে থাকা মত্স্যজীবীদের উপকূলে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের দিঘা-সহ সমুদ্র উপকূলেও তত্পরতা তুঙ্গে।