Bally Bridge: ভোগান্তি মিটল অবশেষে, বালি ব্রিজে চালু ট্রেন ও যান চলাচল, হাঁফ ছেড়ে বাঁচলেন যাত্রীরা
Bally Bridge Open: গত ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় ১০০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয় সংস্কারের কাজের জন্য। অবশেষে বালি ব্রিজের কাজ শেষ হওয়ার পর, আজ সোমবার থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
হাওড়া: অবশেষে কাটল জট। বালি ব্রিজে শুরু যান চলাচল। স্বাভাবিকভাবে চলছে ট্রেনও। ১০০ ঘণ্টার ভোগান্তির পর ফের পরিষেবা সচল হতেই খুশি যাত্রীরা। বালি ব্রিজেও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেই জানা গিয়েছে।
একদিকে হাওড়া-হুগলির সংযোগস্থল, অন্যদিকে দক্ষিণেশ্বর, বরাহনগর হয়ে কলকাতা ও উত্তর ২৪ পরগণার সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা এই বালি ব্রিজই। সেই বালি ব্রিজ সংস্কার এবং সিসিআর ব্রিজে রেললাইন মেরামতির কাজের জন্য গত ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় ১০০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয় পুরনো গার্ডার ও রেল ট্রাক পরিবর্তনের কাজের জন্য। বালি ব্রিজের আংশিক অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে বালি আসার লেনটি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। ডানকুনি-শিয়ালদহ শাখায় ট্রেন বাতিল থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে।
অবশেষে নির্দিষ্ট সময়েই শেষ হল বালি ব্রিজের কাজ। আজ সোমবার থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্যদিকে বালি ব্রিজেও যান চলাচল একেবারেই স্বাভাবিক।
এতদিন যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। সংস্কার শুরুর পরের দিন, ২৩ জানুয়ারি ছুটি থাকায় সে দিন খুব একটা সমস্যা না হলেও, পরের দিন থেকে যাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে। নিবেদিতা সেতু দিয়ে যারা বালি হল্টে নেমে মেইন লাইনের ট্রেন ধরতেন, তাদের টোল প্লাজা ছাড়িয়ে আরও এক-দেড় কিলোমিটার দূরে নামতে হচ্ছিল। এতটা পথ হেঁটে আসতে যাত্রীদের ঘাম ছুটে যায়।
শেষে যাত্রীদের সুবিধার কথা ভেবেই নিবেদিতা সেতুর টোলপ্লাজার রাস্তার ধারের পাঁচিলের কিছুটা অংশ ভেঙে যাত্রীদের ওঠানামার ব্যবস্থা করা হয়।