Mamata in Medinipur: সাগরে ‘অশনি সংকেত’! পিছিয়ে গেল মমতার মেদিনীপুর সফর
Cyclone Asani: ঘূর্ণিঝড় অশনির কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা ও দলীয় কর্মসূচির দিন বদল করা হল। সূত্রের খবর, নবান্নে কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখবেন তিনি। সেই কারণেই পিছিয়ে দেওয়া হচ্ছে জেলা সফর।
কলকাতা ও মেদিনীপুর : ঘূর্ণিঝড় অশনির কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা ও দলীয় কর্মসূচির দিন বদল করা হল। সূত্রের খবর, নবান্নে কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখবেন তিনি। সেই কারণেই পিছিয়ে দেওয়া হচ্ছে জেলা সফর। পশ্চিম মেদিনীপুর জেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি দলীয় সভাও হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত পশ্চিম মেদিনীপুর জেলায় মুখ্যমন্ত্রীর সফর স্থগিত করা হয়েছে। প্রশাসনিক ও দলীয় উভয় কর্মসূচিই পিছিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর জেলা সফরের কর্মসূচির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন তৃণমূল নেতা অজিত মাইতি। রবিবার তিনিই এই কথা জানিয়েছেন। আগামী ১০ এবং ১১ মে পশ্চিম মেদিনীপুর জেলায় যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কর্মসূচির পরিবর্তন করে ১৭ এবং ১৮ মে করা হয়েছে। ১৭ তারিখ হবে প্রশাসনিক সভা ও ১৮ তারিখ হবে দলীয় সভা। দুটি সভাই হবে মেদিনীপুর কলেজিয়েট মাঠে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম মেদিনীপুর জেলা সফর ঘিরে দলের নেতা ও কর্মীদের মধ্যে উৎসাহ রয়েছে তুঙ্গে। জোর প্রস্তুতি চলছে তৃণমূল সুপ্রিমোর দলীয় সভার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা সফরে যাচ্ছেন মমমতা বন্দ্যোপাধ্যায়। ফলে, জেলা সফরে দলীয় সভা থেকে তৃণমূলের নীচু তলার কর্মীদের কী বার্তা দেবেন মমতা, সেই দিকেই নজর জেলার রাজনৈতিক মহলের। মুখ্যমন্ত্রীর পশ্চিম মেদিনীপুর জেলা সফরে যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন বিধায়ক অজিত মাইতি। শনিবারই তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘দিদির আসার খবর পেয়ে দলীয় নেতা-কর্মীরা সবাই এতটাই উৎফুল্ল, যে আমরা মাঠে সবাইকে জায়গা দিতে পারব কি না, তা নিয়ে সন্দেহ থাকছে।”
তবে ঘূর্ণিঝড় অশনির জন্য মমতার এই জেলা সফর কিছুদিন পিছিয়ে দেওয়া হল। ফলে, তৃণমূলের জেলাস্তরের নেতা ও কর্মীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দলের সুপ্রিমোর জন্য। যে ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে, সেটি কোথায় আছড়ে পড়তে পারে, তা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। ঘূর্ণিঝড় অশনি বাংলায় যদি সরাসরি প্রভাব নাও ফেলে, তাতেও দুশ্চিন্তা একেবারে যে থাকছে না, এমন বলা মুশকিল। কারণ, আলিপুর আওয়া দফতর থেকে আগাম জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১০ থেকে ১২ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে। এর পাশাপাশি হাওয়া অফিসের আরও পূর্বাভাস রয়েছে, ১১ এবং ১২ মে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারেষ। এই প্রতিকূল পরিস্থিতির কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর পশ্চিম মেদিনীপুর সফরের দিন পিছিয়ে দেওয়া হল।