Joint Entrance-Case: জট কাটল না জয়েন্ট এন্ট্রান্সের, হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ
High Court: মামলার আইনজীবী রাজ্যের হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যতের কথা বলে হস্তক্ষেপের দাবি করেন। শেষ পর্যন্ত আদালত আগামী ২ সেপ্টেম্বর মামলাটি শুনানির জন্য ধার্য করেছে।

কলকাতা: জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল নিয়ে জট রয়েই গেল। সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। জয়েন্ট পরীক্ষার ফল প্রকাশ নিয়ে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল, তাকেই গুরুত্ব দিচ্ছে ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নতুন করে কোনও নির্দেশ দেওয়ার জায়গা নেই।
এদিন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আইনজীবী বলেন, ফল প্রকাশ করতে প্রস্তুত বোর্ড। কিন্তু মামলার জেরে তা করা যাচ্ছে না। বিচারপতি সুজয় পালের পর্যবেক্ষণ, সিঙ্গল বেঞ্চ সময় বেঁধে ফল প্রকাশ করার নির্দেশ দিয়েছে, ফলে সেখানে নতুন করে কোনও নির্দেশ দেওয়ার সুযোগ নেই। আর যেহেতু সেই রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই বোর্ড সুপ্রিম কোর্টে গিয়েছে, ফলে এখন ডিভিশন বেঞ্চ এর মধ্যে ঢুকবে না।
মামলার আইনজীবী রাজ্যের হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যতের কথা বলে হস্তক্ষেপের দাবি করেন। শেষ পর্যন্ত আদালত আগামী ২ সেপ্টেম্বর মামলাটি শুনানির জন্য ধার্য করেছে। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি হওয়ার কথা। তারপর হবে এই ডিভিশন বেঞ্চের শুনানি।
আসলে, রাজ্যের ওবিসি তালিকা মেনে জয়েন্টের ফল প্রকাশে আপত্তি রয়েছে হাইকোর্টের। মূলত ওবিসি এ ও ওবিসি বি ক্যাটাগরি অনুযায়ী রাজ্য সরকার ফল প্রকাশ করাতে চাইছে, আর সেখানেই আপত্তি রয়েছে আদালতের। বিচারপতি কৌশিক চন্দের নির্দেশ ছিল, পুরনো ভর্তির বিজ্ঞপ্তি মেনে ৭ শতাংশ সংরক্ষণই দিতে হবে। ২০২৪ সালে মামলা হওয়ার আগে ৭ শতাংশই সংরক্ষণ ছিল। কিন্তু এখন রাজ্য সরকারের তরফে সেটা ১৭ শতাংশ ওবিসি সংরক্ষণ করতে চাইছে। তাতেই আপত্তি রয়েছে বিচারপতির।
