Calcutta High Court: প্রতিবাদী গানে কাজে কোপ! হোম গার্ড কাশীনাথ পাণ্ডাকে কেন সাসপেন্ড? রাজ্যের কাছে রিপোর্ট তলব

Calcutta High Court: বছর পাঁচেক আগে থেকে বেলঘড়িয়া থানায় ট্রাফিক হোমগার্ডের চাকরি করছেন কাশীনাথ পাণ্ডা। গত ২১ অগস্ট তিলোত্তমার বিচারের দাবিতে একটি গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। কাশীনাথের অভিযোগ, ওই গান গাওয়ার পর থেকেই তাঁর উপর খড়গহস্ত হন তাঁর সিনিয়ররা।

Calcutta High Court: প্রতিবাদী গানে কাজে কোপ! হোম গার্ড কাশীনাথ পাণ্ডাকে কেন সাসপেন্ড? রাজ্যের কাছে রিপোর্ট তলব
কাশীনাথ পাণ্ডা Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 22, 2024 | 6:37 PM

কলকাতা: বেলঘড়িয়া থানার সাসপেন্ডেড হোম গার্ড কাশীনাথ পাণ্ডার মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। সম্প্রতি, তিলোত্তমার সুবিচারের দাবিতে সোশ্যাল মিডিয়ায় গান গেয়েছিলেন তিনি। অভিযোগ, তারপরেই তাঁকে হেনস্থা করেন তাঁর সিনিয়ররা। কিছু সময়ের মধ্যে তাঁকে কাজ থেকে সাসপেন্ডও করা হয়। কিন্তু, কেন এ ধরনের শাস্তির মুখে পড়তে হয়েছে কাশীনাথকে, তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ কী তা জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি কৌশিক চন্দ। পুজো অবকাশের পর হাইকোর্টে রিপোর্ট পাঠাতে নির্দেশ বিচারপতির। 

প্রসঙ্গত, তিলোত্তমাকাণ্ডের পর থেকে প্রতিবাদ যেন থামছেই না। রাজ্য তথা দেশের নানা প্রান্তে, রোজই হচ্ছে বিক্ষোভ-আন্দোলন। এদিকে প্রতীকী অনশনকারী ব্যাজ লাগিয়ে প্রতিবাদে সামিল হওয়ার ‘অপরাধে’ পুজো কার্নিভালের দিন কলকাতা পুরসভার এক চিকিৎসককে তলব করেছিল কলকাতা পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক হিন্দোলন ওঠে চিকিৎসক মহলে। জলঘোলাও হয় প্রশাসনিক মহলে। তারইমধ্যে কার্যত একই ঘটনার প্রতিচ্ছবি দেখা যায় বেলঘড়িয়ার কেসে।  

বছর পাঁচেক আগে থেকে বেলঘড়িয়া থানায় ট্রাফিক হোমগার্ডের চাকরি করছেন কাশীনাথ পাণ্ডা। গত ২১ অগস্ট তিলোত্তমার বিচারের দাবিতে একটি গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। কাশীনাথের অভিযোগ, ওই গান গাওয়ার পর থেকেই তাঁর উপর খড়গহস্ত হন তাঁর সিনিয়ররা। মানসিক নির্যাতনের পাশাপাশি নানাভাবে তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। কাজ থেকেও বসিয়ে দেওয়া হয় কিছু সময়ের মধ্যে। তারপরেই কোনও উপায় না পেয়ে সোজা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।