Civic volunteer: মধ্যরাতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, প্রাণ গেল সিভিকের
Civic volunteer News: ছেলেকে ফোনে না পেয়ে চিন্তা বাড়তে থাকায় পরিবারের সদস্যদের। রাতেই তাঁরা তিলজলা থানায় বিষয়টি জানান। তিলজলা থানা বিষ্ণুপুর থানায় জানায়। তখনই জানা যায় ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। বাড়ি ফেরার পথে একটি লরি তাঁকে ধাক্কা মারে।

কলকাতা: পথ দুর্ঘটনায় প্রাণ গেল সিভিক ভলান্টিয়রের। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার অন্তর্গত ভাসা বিডিও অফিসের সামনে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর। মৃতের নাম সৌম্যজিৎ চক্রবর্তী। বয়স ৩২। বাড়ি ট্যাংরা ১০ নম্বর কার্তিক মণ্ডল লেন জেলে পাড়ায়। মা-বাবার একমাত্র ছেলে সৌম্যজিৎ। পরিবার সূত্রে খবর, সিভিকের ডিউটি সেরে পার্ট টাইমে ব্লাড ব্যাঙ্কে কাজ করত। শনিবার স্কুটি নিয়ে ব্লাড কালেকশানের রির্পোট নিয়ে বাড়িয়ে ফিরছিলেন। রাত দেড়টা নাগাদ বাড়ির লোকজনদের সঙ্গে কথাও হয়। কিন্তু তারপর থেকেই ফোন সুইচ অফ।
ছেলেকে ফোনে না পেয়ে চিন্তা বাড়তে থাকায় পরিবারের সদস্যদের। রাতেই তাঁরা তিলজলা থানায় বিষয়টি জানান। তিলজলা থানা বিষ্ণুপুর থানায় জানায়। তখনই জানা যায় ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। বাড়ি ফেরার পথে একটি লরি তাঁকে ধাক্কা মারে। পুলিশ সূত্রে খবর, কোমরের উপর দিয়ে চলে গিয়েছে সেই লরি। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
রাতেই পরিবারের সদস্যরা জানতে পারেন ছেলে ভর্তি রয়েছে আমতলা গ্রামীণ হাসপাতালে। খবর পাওয়া মাত্রই তাঁরা দ্রুত ছুটে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছাতেই জানা যায় ততক্ষণে মৃত্যু হয়েছে সৌম্যজিতের। ঘটনায় শোকের ছায়া পরিবারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সৌম্যজিতের দেহ ময়নাতদন্তের জন্য মোমিনপুরে পাঠানো হয়েছে। একইসঙ্গে ঘাতক গাড়ির খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
