Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahakumbh 2025: কুম্ভে গিয়ে প্রাণ গেল কতজন বাঙালির, নিখোঁজ কতজন, দেখে নিন তালিকা

Mahakumbh 2025: পাশে দাঁড়ানোর বার্তা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। স্বজনহারা পরিবারগুলিকে আশ্বস্ত করে তিনি বলছেন, “আপনারা ডেথ সার্টিফিকেট না পেলে বা কোনওরকম সমস্যা হলে বিজেপির স্থানীয় জনপ্রতিনিধি, বা পার্টির নেতৃত্বের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করবেন।”

Mahakumbh 2025: কুম্ভে গিয়ে প্রাণ গেল কতজন বাঙালির, নিখোঁজ কতজন, দেখে নিন তালিকা
উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2025 | 5:43 PM

কলকাতা: সরকারি হিসাব বলছে মহাকুম্ভের বিপর্যয়ে মৃতের সংখ্য়া ৩০। যদিও বিরোধীরা সে কথা শুনতে নারাজ। তাঁদের দাবি, আসলে তথ্য গোপন করছে যোগী সরকার। মৃতের সংখ্যা বাস্তবে অনেক বেশি। এমনকী পোস্টমর্টাম করা হচ্ছে না, দেওয়া হচ্ছে না ডেথ সার্টিফিকেট। অভিযোগ এমনটাও। চাপানউতোর চলছে। তৃণমূল সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, মৃতের সংখ্যা কমপক্ষে ১০০। এদিকে শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত শুধুমাত্র বাংলা খোঁজ মিলছে না ৬ জনের। মৃত্যু হয়েছে ৫ জনের। 

খোঁজ মিলছে না রানাঘাটের সুমিত্রা পালের। নিখোঁজ পূর্ব মেদিনীপুরের কালিকাপুরের অর্চনা মাইতি, মালদহের ইংরেজবাজারের অনিতা ঘোষ। জুনপুট থেকে গিয়েছিলেন পবন কুমার জানা। খোঁজ মিলছে না তাঁরও। উদ্বেগের মধ্যেই দিন কাটছে পরিবারের। নিখোঁজ গোসাবার গীতা মণ্ডল। খোঁজ মিলছে না পূর্ব পুটিয়ারির সুবীর নস্করের। 

অন্যদিকে আপাতত যে আপডেট এসেছে তাতে জানা যাচ্ছে বাংলা থেকে মারা গিয়েছেন ৫ জন। তালিকায় রয়েছেন গল্ফগ্রিনের বাসন্তী পোদ্দার। শালবনির উর্মিলা ভূঁইয়া, মালদহের অমিয় সাহা, জামুরিয়ার বিনোদ রুইদাস, রামপুরহাটের গায়িত্রী দে। পোস্টমর্টাম নাও হওয়ায়, ডেথ সার্টিফিকেট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন পরিবারের লোকজন। এ নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হতেই কুণাল ঘোষ বলছেন, যাতে ক্ষতিপূরণ দিতে না হয় সে কারণেই ডেথ সার্টিফিকেট দিচ্ছে না।

যদিও পাশে দাঁড়ানোর বার্তা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। স্বজনহারা পরিবারগুলিকে আশ্বস্ত করে তিনি বলছেন, “আপনারা ডেথ সার্টিফিকেট না পেলে বা কোনওরকম সমস্যা হলে বিজেপির স্থানীয় জনপ্রতিনিধি, বা পার্টির নেতৃত্বের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি উত্তর প্রদেশ সরকারের সঙ্গে কথা বলব। আপনারা যাতে ডেথ সার্টিফিকেট সঠিকভাবে পান তার ব্যবস্থা করব। আপনাদের যে আর্থিক সাহায্য পাওয়ার কথা তা আপনারা পাবেন।”