AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bikes in Durga Puja: নেই হেলমেট, রাতভর মদ্যপদের দাপাদাপি, ট্রিপল রাইডিং! পুজোয় কতগুলি বাইককে কেস দিল পুলিশ?

Bikes in Durga Puja 2025: ট্যাফ্রিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দু’জনের জায়গায় তিন থেকে চারজন পর্যন্ত সওয়ারি যেমন দেখা গেল, তেমনই পুজোর সাজে হেলমেট বাড়িতে রেখে বের হতেই পছন্দ করলেন বড় অংশের মানুষ।

Bikes in Durga Puja: নেই হেলমেট, রাতভর মদ্যপদের দাপাদাপি, ট্রিপল রাইডিং! পুজোয় কতগুলি বাইককে কেস দিল পুলিশ?
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Oct 02, 2025 | 10:43 AM
Share

কলকাতা: শুরুটা হয়েছিল সেই মহালয়ার পর থেকে। পরবর্তীতে দিন যত এগিয়েছে ততই ঢল নেমেছে শহরের মণ্ডপে মণ্ডপে। দক্ষিণের সুরুচি সংঘ হোক বা চেতলা অগ্রণী, উত্তরের কাশী বোস লেন হোক বা টালা প্রত্য়য়, কাতারে কাতারে মানুষের ভিড় দেখা গিয়েছে মণ্ডপে। অন্যবারের মতো এবারও পুজোর ক’টা দিন শহরের রাস্তায় ব্যাপক দৌরাত্ম্য দেখা গেল বাইকের। ট্যাফ্রিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দু’জনের জায়গায় তিন থেকে চারজন পর্যন্ত সওয়ারি যেমন দেখা গেল, তেমনই পুজোর সাজে হেলমেট বাড়িতে রেখে বের হতেই পছন্দ করলেন বড় অংশের মানুষ। অন্যদিকে বাইক নিয়ে মধ্যরাতের কেরামতি চলল বাইপাস থেকে বিটি রোড সর্বত্রই। কেসও দিল পুলিশ।

কী বলছে পুলিশের পরিসংখ্যান? 

তথ্য বলছে, চতুর্থী থেকে অষ্টমী পর্যন্ত কলকাতায় ট্র্যাফিক আইন ভঙ্গ করার দায়ে জরিমানা করা হল মোট ৬ হাজার ২৮৪ জনকে। এরমধ্যে শুধুমাত্র ট্রিপল রাইডিংয়ের অভিযোগেই কেস হয়েছে ১২৪০। হেলমেট ছাড়া বাইক নিয়ে বেরিয়ে পুলিশের বকুনি, জরিমানার মুখে পড়তে হয়েছে ৩২৩১ জনকে। তবে ভয়ঙ্করভাবে বাইক চালানো (Rash Driving), মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগও নেহাৎ কম নয়। 

পুজোর ক’টা দিন রাতভর শহরের নানা প্রান্তেই দেখা গিয়েছে বাইকবাজ মদ্যপদের দাপাদাপি। সবাইকে যে পুলিশ ধরতে পেরেছে এমনটা নয়। শুধুমাত্র ভয়ঙ্করভাবে বাইক চালানোর (Rash Driving) অভিযোগে কেস দেওয়া হয়েছে ৫৬৮ জনকে। অন্যদিকে মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগ ৫০৪ জনের বিরুদ্ধে। এছড়াও অন্য আরও একাধিক কারণে কেস ৭৪১। উশৃঙ্খল আচরণ করায় গ্রেফতার ৩৪৮ জন।