Jadavpur University: ছিঁড়ে গিয়েছে চোখের পাতা, সেদিন কীভাবে চলে গেল গাড়ির চাকাটা, নিজেই জানালেন যাদবপুরের ইন্দ্রানুজ
Jadavpur University: হাসপাতালে চিকিৎসাধীন ইন্দ্রানজ। এদিকে, তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি। শনিবারের ঘটনার পর আজ সোমবার দফায় দফায় মিছিল চলছে শহরে। বিভিন্ন জেলাতেও আঁচ পড়েছে সেই ঘটনার। শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে তুমুল উত্তেজনা তৈরি হয় বিশ্ববিদ্যালয় চত্বরে। তিনি যখন বেরতে যান, তখন তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। আর এরপর ব্রাত্যর গাড়ি বেরিয়ে যাওয়ার সময়ই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় যাদবপুরের ছাত্র ইন্দ্রানুজকে।
অভিযোগ, ইন্দ্রানুজের চোখের উপর দিয়ে বেরিয়ে গিয়েছে শিক্ষামন্ত্রীর গাড়ি। আপাতত আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ইন্দ্রানুজ। তাঁর চিকিৎসা চলছে। চোখে ভালভালে দেখতে পাচ্ছেন না তিনি। প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজের বাবা জানিয়েছেন, চোখের ব্যান্ডেজগুলো খুলে দেওয়া হয়েছে। তবে চোখের আঘাত নিয়ে উদ্বেগ রয়েছে চিকিৎসকদের মধ্যেও। হাসপাতালের বেডে শুয়ে ইন্দ্রানুজ জানান, সুস্থ-স্বাভাবিক আলোচনাই করতে দেওয়া হয়নি। শিক্ষামন্ত্রীই সেটা চাননি। তাঁর দাবি, আলোচনা করলে এভাবে গাড়ি চালাতে হত না।
একই সঙ্গে ইন্দ্রানুজ জানিয়েছেন, তাঁর চোখ ও পায়ের পাতার উপর দিয়ে গাড়ি চলে গিয়েছে। চোখের পাতা ছিঁড়ে গিয়েছে, তাই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন না তিনি। আরও তিনদিন তাঁকে চিকিৎসকদের নজরদারিতে রাখতে হবে।
ইতিমধ্যে, ইন্দ্রানুজ রায়ের বিরুদ্ধে তিনটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ব্রাত্য বসুকে মারধর, মন্ত্রীর পথ আটকানো, ঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।





