AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2025: শহরের পুজো কমিটিগুলিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ, চরম ক্ষুব্ধ ডেপুটি মেয়র

Dengue Problem in Kolkata: প্রত্যেকটি জায়গা থেকে রিপোর্ট এসেছে। পরিস্থিতি যে একদম ভাল নয় সেটাও তিনি জানিয়ে দিলেন। তিনি যে অত্যন্ত বিরক্ত এবং বীতশ্রদ্ধ, আর সে কারণেই মণ্ডপ পরিদর্শন বন্ধ করে দিয়েছেন, সেটাও জানাচ্ছেন।

Durga Puja 2025: শহরের পুজো কমিটিগুলিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ, চরম ক্ষুব্ধ ডেপুটি মেয়র
কী বলছেন অতীন ঘোষ? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 20, 2025 | 8:34 PM
Share

কলকাতা: এবার শহরের পুজো কমিটিগুলিকে নিয়ে বিস্ফোরক ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ সদস্য অতীন ঘোষ। পুজো নিয়ে মেতে রয়েছে, অথচ ডেঙ্গির মশার প্রাদুর্ভাব যাতে না হয় তার জন্য যা ব্যবস্থা নেওয়ার কথা, তা কিছুই নিচ্ছে না। এ ব্যাপারে কলকাতা শহরের কাউন্সিলররা সবথেকে বেশি গাফিলতি করছে, স্পষ্ট অভিযোগ ডেপুটি মেয়রের। অতীনের অভিযোগ, পুজো কমিটিগুলির জন্য যে ধরনের এসওপি তৈরি করে দেওয়া হয়েছিল ডেঙ্গির জীবানুবাহী মশা বারবাড়ন্ত রুখতে, তার কিছুই পালন করছে না, পুজো কমিটিগুলি।

আর কী অভিযোগ করছেন ডেপুটি মেয়র? 

শহরের অন্যান্য পুজোতো রয়েছেই, তিনি যে পুজোর সঙ্গে জড়িত, সেই পুজো কমিটির বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন। রীতিমতো আশঙ্কা প্রকাশ করে বলছেন, দুর্গাপুজো কাটলেই ডেঙ্গি উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছে যেতে পারে। আর তা হবে পুজো কমিটিগুলির গাফিলতির কারণেই। ডেপুটি মেয়র ইতিমধ্যেই শহরের বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে সেখানকার সজ্জায় ব্যবহৃত বাঁশের মুখ এবং অন্যান্য খোলা জায়গা ঢেকে রাখতে পরামর্শ দিয়েছিলেন। কারণ এই ফাঁকা জায়গাতেই বৃষ্টির কারণে জল জমছে এবং সেখানে প্রত্যেকের নজরের আড়ালে ডেঙ্গির জীবাণুবাহী মশা ডিম পাড়ছে। এমনকি, ফোরাম ফর দুর্গোৎসব কমিটির মাধ্যমেও পুজো গুলিকে এ ব্যাপারে সচেতন হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তাঁর অভিযোগ, সিকিভাগ কাজও পুজো মণ্ডপগুলি করছে না। 

প্রত্যেকটি জায়গা থেকে রিপোর্ট এসেছে। পরিস্থিতি যে একদম ভাল নয় সেটাও তিনি জানিয়ে দিলেন। তিনি যে অত্যন্ত বিরক্ত এবং বীতশ্রদ্ধ, আর সে কারণেই মণ্ডপ পরিদর্শন বন্ধ করে দিয়েছেন, সেটাও জানাচ্ছেন। তবে জরিমানার কোন ব্যবস্থা করা হচ্ছে আগামীতে? উত্তরে অতীন বলছেন, এই ধরনের গাফিলতি থাকলে আগামী বছর জরিমানা যাতে করা যায় তার জন্য আইন আনার জন্য যাবতীয় ব্যবস্থা নেব। তাহলেই পুজো কমিটিগুলো ঠিক পথে আসবে বলে দাবি অতীনবাবুর।

এ বিষয়ে ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক শাশ্বত বসু বলছেন, “আমরা যতটা পারা যায় চেষ্টা করেছি। সবাই মিলেই চেষ্টা করেছি। বাইরে যে বাঁশ ছিল সেখানে হয়তো কিছুটা খামতি হয়েছে। তবে উনি যে নির্দেশ দিয়েছেন তা আমরা পরবর্তীতে মানার চেষ্টা করেছি।”  

কী বলছে কলকাতা পুরসভার তথ্য়? 

কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৩৭০ জন। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৫০৯ জন। অর্থাৎ গত বছরের তুলনায় একই সময় চলতি বছরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৩৯ জন বেশি।