AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: ‘কেউ অপমান করেনি, বাধাও দেয়নি’, ভিন রাজ্য থেকে চাকরিপ্রার্থীরা আসতেই বাঙালি হেনস্থার কথা মনে করালেন কুণাল

Kunal Ghosh On SSC Exam: সামাজিক মাধ্যমে পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, "বাংলার এসএসসি পরীক্ষা দিতে আজ হাজির যোগীরাজ্যসহ ভিন রাজ্য, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা। অনেকে বলছেন ওখানে চাকরি নেই। ঠিকমতো পরীক্ষা হয়  না। বারবার স্থগিত হয়েছে। ইত্যাদি। তাঁরা এখানে পরীক্ষা দিতে এসেছেন।" 

Kunal Ghosh: 'কেউ অপমান করেনি, বাধাও দেয়নি', ভিন রাজ্য থেকে চাকরিপ্রার্থীরা আসতেই বাঙালি হেনস্থার কথা মনে করালেন কুণাল
ভিন রাজ্যের চাকরিপ্রার্থী নিয়ে কী বলছেন কুণাল ঘোষ? Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 07, 2025 | 4:59 PM
Share

কলকাতা:  এবারের এসএসসি পরীক্ষায় পরীক্ষা দিলেন ভিন রাজ্যের বহু পরীক্ষার্থী। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে পরীক্ষারা এসেছিলেন পরীক্ষা দিতে। এসএসসি সূত্রে খবর, ভিন রাজ্য থেকে প্রায় ৩১ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছিলেন। মণীন্দ্রনাথ কলেজেই এরকম একাধিক পরীক্ষার্থীর সিট পড়েছিল। আর তা নিয়ে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর প্রচ্ছন্ন প্রশ্ন, যোগীরাজ্য-সহ ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে কি পরীক্ষার্থী হচ্ছে না।

সামাজিক মাধ্যমে পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, “বাংলার এসএসসি পরীক্ষা দিতে আজ হাজির যোগীরাজ্যসহ ভিন রাজ্য, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা। অনেকে বলছেন ওখানে চাকরি নেই। ঠিকমতো পরীক্ষা হয়  না। বারবার স্থগিত হয়েছে। ইত্যাদি। তাঁরা এখানে পরীক্ষা দিতে এসেছেন।”

উল্লেখ্য, বাংলার শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন বিরোধীরা। এমনকি বাংলায় এসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিষয়ে রাজ্য সরকারকে বিঁধেছেন। ২০১৬ সালের এসএসসি পরীক্ষার দুর্নীতির অভিযোগ, আর সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিল- বঙ্গ রাজনীতির সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছে ছাব্বিশের নির্বাচনের আগে। ৯ বছর পর আবারও পরীক্ষা। কিন্তু দেখা গেল, ভিন রাজ্য থেকেও বহু পরীক্ষার্থী দিতে এসেছেন। আর সেই বিষয়েও বিজেপি শাসিত রাজ্যগুলোর সরকারকে বিঁধলেন কুণাল।

পাশাপাশি এও লিখেছেন, “এখানে কেউ কিন্তু বলেনি বাংলার চাকরির পরীক্ষা কেবল বঙ্গবাসী দিতে পারবে। কেউ হয়রানি করেনি। কেউ অপমান করেনি। বাধা দেয়নি।”  অভিজ্ঞদের মতে,   বাংলার আরও একটি জ্বলন্ত ইস্যু, ভিন রাজ্যে বাংলাভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার যে অভিযোগ উঠেছে, সেই ইস্যুকেও প্রচ্ছন্নভাবে তুলে ধরেন কুণাল। TV9 বাংলাকে ফোনে কুণাল বলেন, “বিরোধীরা কী বলবে? এই যে বড় বড় কথা, কুৎসা, বিভ্রান্তি, মানুষকে ভুল বোঝানো! এখানে পরীক্ষা হচ্ছে, তখন বাইরে থেকে কেন পরীক্ষা দিতে আসছে? আমরা তো কোনও সংকীর্ণতা দেখায়নি।”

বিষয়টি নিয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “কেন্দ্রীয় সরকার বলেছিল, বছরে ২ কোটি চাকরি দেব, বেকারিত্ব বেড়ে গেছে। অবাস্তব, তথ্যবিহীন কথা বলেন। তা নিয়ে আলোচনা করাই বিপজ্জনক। গোটা দেশেও বেকারত্বের সংখ্যা বেড়ে গিয়েছে। তাই যে যেখানেই সুযোগ পাচ্ছে, সেখানেই যাচ্ছে। “