Kunal Ghosh: রাজ্য ভাল আছে, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করাটা অবাঞ্ছিত: কুণাল
Kunal Ghosh: মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একটি ধর্ষণও লজ্জার, এমনই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
কলকাতা : রঙ না দেখেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে প্রতিটি ঘটনায় কড়া পদক্ষেপ করা হয়েছে। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে এমনটাই বললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর তৃণমূল সাংসদ সৌগত রায় রাজ্যে ধর্ষণ-কাণ্ড নিয়ে যে মন্তব্য করেছেন, তা ‘অবাঞ্ছিত’ বলেই উল্লেখ করলেন তৃণমূলের মুখপাত্র। তিনি বলেন, ‘এরকম ঘটনা কেউ চান না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও চান না। কিন্তু, সামাজিক ব্যাধি থেকে যদি ২-১ টি ঘটনা ঘটে থাকে, তাহলে তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করাটা অবাঞ্ছিত।’
‘যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, তাঁর রাজ্যে যদি একটাও এহেন ঘটনা ঘটে, তা লজ্জার। আমি আশা করি পুলিশ প্রশাসন সবরকম ব্যবস্থা করবে।’ সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করেছেন সৌগত রায়। সেই বিষয়ে কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি জানান, কোন পরিপ্রেক্ষিতে সৌগত রায় এমন মন্তব্য করেছেন, তা না জেনে তিনি মন্তব্য করবেন না। তবে, এ রাজ্যের নারী নিরাপত্তা যে অন্যান্য রাজ্যের তুলনায় অনেক ভাল, সেটাই বারবার জোর দিয়ে বুঝিয়েছেন কুণাল। তিনি বলেছেন, ‘আমি কারও মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনও মন্তব্য করব না। অন্যান্য রাজ্যের তুলনায় বাংলা অনেক বেশি সুরক্ষিত। যে কোনও ঘটনায় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। উন্নাওয়ের মতো নির্যাতিতার ওপর অত্য়াচার হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সংবেদনশীল।’
মুখ্য়মন্ত্রী মহিলা না পুরুষ, তা উল্লেখ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। কুণাল ঘোষ আরও উল্লেখ করেছেন, সৌগত রায় একজন দক্ষ সাংসদ। তাঁর প্রশাসনের ওপর আস্থা আছে। তিনি জানেন প্রশাসন কতটা তৎপর। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যা যা করেছেন, তা ভারতে কেউ করেননি, এমনটাও উল্লেখ করেন কুণাল ঘোষ।
উল্লেখ্য, মাটিয়া, হাঁসখালি, বোলপুর, পিংলায় পরপর ধর্ষণের ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহে একাধিক জায়গা থেকে একই অভিযোগ সামনে এসেছে। কোনও কোনও ঘটনায় সরাসরি নাম জড়িয়েছে তৃণমূলের। আর সেই আবহেই সৌগত রায় মন্তব্য করেছেন, সরকার চিন্তিত রাজ্যের মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায়। এই বিষয়টাতে একদম জিরো টলারেন্স করতে হবে। এরকম কোনও ঘটনা ঘটলে, কঠোর ব্যবস্থা নিতে হবে। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, তাঁর রাজ্যে যদি একটাও এহেন ঘটনা ঘটে, তা লজ্জার। পুলিশ প্রশাসন সবরকম ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন : Governor-Speaker clash : সাংবাদিকদের প্রশ্নের জবাব রাজ্যপালের, পাশ থেকে ‘থামালেন’ স্পিকার