Aadhar Card: মঙ্গল থেকে পোর্টাল চালু রাজ্যের, আধারে পথ দেখাতে ‘বিকল্প কার্ড’ ঘোষণা মমতার
Mamata Banerjee: মমতা ঘোষণা করেন, রাজ্য সরকার আধার গ্রিভান্স পোর্টাল চালু করবে মঙ্গলবার থেকেই। যারা ভুক্তভোগী, অভিযোগ জানাবে। এরপর সরকার পদক্ষেপ করবে। মমতার আশ্বস্ত করেন, কারও অসহায়তার কোনও অবকাশই নেই। লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, কোনও প্রকল্পের সুবিধা আটকাবে না।
কলকাতা: আধার কার্ড নিয়ে সম্প্রতি যে জটিলতা তৈরি হয়েছে, তা নিয়ে সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠক থেকে মমতার বার্তা, আধারের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী জানান, মঙ্গলবার থেকে পোর্টাল খুলছে রাজ্য। যাঁদের কার্ড ‘ডিঅ্যাক্টিভেট’ হয়েছে, সেখানে তাঁরা নাম নথিভুক্ত করবেন। মমতার কথায়, “যাঁদের কার্ড নিয়ে এই সমস্যা হচ্ছে, তাঁদের আমরা আলাদা কার্ড দেব। অলটারনেটিভ কার্ড দেব, বিকল্প কার্ড। যাতে আপনার নাগরিকত্বও রক্ষা হবে, আপনার রেশন কার্ড থেকে শুরু করে সব সুবিধাও পাবেন। আপনাদের সুবিধা দেওয়া আমাদের কাজ। আমরা আপনাদের পাহারাদার।”
মমতা ঘোষণা করেন, রাজ্য সরকার আধার গ্রিভান্স পোর্টাল চালু করবে মঙ্গলবার থেকেই। যারা ভুক্তভোগী, অভিযোগ জানাবে। এরপর সরকার পদক্ষেপ করবে। মমতার আশ্বস্ত করেন, কারও অসহায়তার কোনও অবকাশই নেই। লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, কোনও প্রকল্পের সুবিধা আটকাবে না।
মমতার অভিযোগ, ভোটের মুখে এসব চাপ তৈরি করা হচ্ছে। মমতার কথায়, “আধার কার্ড না-ই বা থাকল, অন্য কার্ড দিয়ে দেব। ভোটার কার্ড, রেশন কার্ড আছে। আধার কার্ড দিয়ে সব করতে হলে আমরা এরও বিকল্প কার্ড করে দেব। রাজ্য সরকারের অধিকারে পড়ে রাজ্যের মানুষকে সুবিধা দেওয়া। আঙুলটা সোজা না দেখতে পায়, আঙুলটা একটু বেঁকিয়ে চালাতে হবে। মানুষের স্বার্থে আমরা প্রস্তুত।”
যদিও এই বিকল্প কার্ড প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “বিকল্প কার্ড দেবেন বলছেন। আপনি কি দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চান?” অন্যদিকে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে।