Mamata Banerjee: আজই ১২ দিনের স্পেন সফরে মমতা, লক্ষ্য বিদেশি বিনিয়োগ
Mamata Banerjee: কলকাতা বিমানবন্দর থেকে মঙ্গলবার সকাল ৯টা ৪৫-এর বিমানে মুখ্যমন্ত্রী রওনা দেবেন স্পেনের উদ্দেশে। তবে বিমানবন্দর সূত্রে যা খবর, এক ঘণ্টার কাছাকাছি সেই উড়ানে বিলম্ব হতে পারে। এদিন দুবাইয়ে পৌঁছবেন তিনি। আজ সেখানেই থাকবেন। বুধবার মাদ্রিদে যাবেন।

কলকাতা: বাংলায় বিনিয়োগ টানতে মঙ্গলবার বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ১২ দিনের স্পেন ও দুবাই সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশি উদ্যোগপতি ও প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন থেকে মমতা বলেন, “আমি ৫ বছর পর যাচ্ছি। অনেক আমন্ত্রণ থাকলেও ৫ বছর যাওয়ার অনুমতি পাইনি আমরা। এখনও অনেক আমন্ত্রণ আছে। কিন্তু বেশি দূরে আমি যেতে চাই না। কারণ, এমার্জেন্সি হলে যাতে আমি ফিরে আসতে পারি।” এই সফর প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্র উৎসব থেকে বইমেলা, স্পেন আসে। বিজিবিএসেও তারা থাকবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।
কলকাতা বিমানবন্দর থেকে মঙ্গলবার ৯টা ৪৫-এর বিমানে মুখ্যমন্ত্রী রওনা দেবেন স্পেনের উদ্দেশে। তবে বিমানবন্দর সূত্রে যা খবর, এক ঘণ্টার কাছাকাছি সেই উড়ানে বিলম্ব হতে পারে। এদিন দুবাইয়ে পৌঁছবেন তিনি। আজ সেখানেই থাকবেন। বুধবার মাদ্রিদে যাবেন। সেখানে বিজনেস সামিটে অংশ নেবেন।
মাদ্রিদে তিনদিন থাকার কথা মমতার। সেখানে বিজনেস সামিটে অংশ নেওয়ার পাশাপাশি সেখানকার বাঙালিদের সঙ্গেও দেখা করবেন। এরপর ট্রেনে বার্সেলোনা যাওয়ার কথা। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস নিয়ে দু’দিনের বৈঠক করার কথা সেখানে।
📅 Beyond the 90 minutes, this week in LALIGA: pic.twitter.com/EH6Dp7D15G
— LALIGA Corporativo (@LaLigaCorp) September 11, 2023
প্রশাসন সূত্রে খবর, মাদ্রিদের পাশাপাশি বার্সেলোনা যাবেন তিনি। বৈঠক করার সম্ভাবনা রয়েছে লা লিগা কর্তার সঙ্গেও। লা লিগার তরফে এক্স হ্যান্ডেলে তা জানানোও হয়েছে। বার্সেলোনায় ফুটবল নিয়ে একটি মউ সাক্ষরেরও সম্ভাবনা রয়েছে। এবার মমতার সফরসঙ্গী হচ্ছেন মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের তিন প্রতিনিধি।





