Sheikh Sufiyan: বাড়িতে ঢুকে গৃহবধূকে…! শেখ সুফিয়ানের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা জুড়ল CBI

Sheikh Sufiyan: বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোলিং এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান। ভোটের পর একের পর এক মামলায় নাম জড়িয়েছে তাঁর।

Sheikh Sufiyan: বাড়িতে ঢুকে গৃহবধূকে...! শেখ সুফিয়ানের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা জুড়ল CBI
ধর্ষণের চেষ্টার মামলায় নাম শেখ সুফিয়ানের।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2022 | 7:23 PM

কলকাতা : একের পর এক মামলায় নাম উঠে আসছে মমতার পোলিং এজেন্ট তথা নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ানের (Sheikh Sufiyan)। সম্প্রতি খুনের মামলায় শীর্ষ আদালতে আগাম জামিন পেয়েছেন তিনি। তবে তাতেও স্বস্তি নেই। এবার ধর্ষণের চেষ্টার মামলায় নাম জড়াল সুফিয়ানের। ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত ওই মামলায় নাম রয়েছে এই তৃণমূল (TMC) নেতার। সিবিআই (CBI) সেই মামলার তদন্ত করছে। বিধানসভা নির্বাচনের পর রাজ্য জুড়ে একাধিক রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে। সেই ভোট পরবর্তী হিংসার মামলায় তদন্ত করছে সিবিআই। সেরকমই একাধিক মামলায় নাম রয়েছে এই তৃণমূল নেতার।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয় ২ মে। জানা গিয়েছে, নির্বাচনের ফল প্রকাশের পরের দিনই ওই ঘটনা ঘটে। ওই সময় নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় বাড়িঘর ভাঙচুর, মারধরের মতো অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। ৩ মে নন্দীগ্রামের একটি বাড়িত প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়ে বলে অভিযোগ ওঠে। আর সেই মামলাতেই অন্যতম অভিযুক্ত শেখ সুফিয়ান।

বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্বাচনি এজেন্ট ছিলেন এই শেখ সুফিয়ান। ওই ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা। তারপরই ওই এলাকায় একাধিক ভাঙচুরের ঘটনায় নাম জড়ায় শাসক দলের।

সম্প্রতি ভোট পরবর্তী হিংসার সংক্রান্ত খুনের মামলায় অবশেষে শীর্ষ আদালতে স্বস্তি পেয়েছেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। বুধবার সুফিয়ানের আবেদনের ভিত্তিতে তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করা হয়নি। পরে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বুধবার ছিল সেই মামলার শুনানি। নন্দীগ্রামের বিজেপি নেতা দেবব্রত মাইতির মৃত্যুর ঘটনায় নাম জড়ায় শেখ সুফিয়ানের। তাঁকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্বস্তি পেয়েছেন তিনি।

ভোট পরবর্তী হিংসায় নতুন আরও চারটি মামলা করেছে সিবিআই। এর মধ্যে তিনটি খুনের মামলা রয়েছে ও একটি গণ ধর্ষণের মামলা রয়েছে। এই চারটি নতুন মামলায় সুফিয়ানের নাম নেই।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা