SSC Recruitment: ফিরছে গত রবির ছবি! একাদশ-দ্বাদশের নিয়োগ পরীক্ষাতেও সকাল থেকেই ভিড় ভিন রাজ্যের পরীক্ষার্থীদের, শূন্যপদ কত?
SSC Recruitment in Bengal: এসএসসি বলছে এবার পরীক্ষায় বসছেন মোট ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থী। এদিন পরীক্ষা হতে চলেছে ৩৬ টি বিষয়ের পরীক্ষা। মোট শূন্যপদ ১২ হাজার ৫১৪। আবেদনকারী ২ লক্ষ ৪৬ হাজার।

কলকাতা: আগের রবিবার হয়ে গিয়েছে নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। এবার হচ্ছে একাদশ-দ্বাদশের পরীক্ষা। আগের দিনও দেখা গিয়েছিল ভিন রাজ্যের পরীক্ষার্থীদের ভিড়। রাজস্থান থেকে উত্তর প্রদেশ, বিহার-সহ একাধিক রাজ্য থেকে এ রাজ্যের পরীক্ষায় বসেছিলেন অনেকেই। পরিসংখ্যান বলছেন এদিনও দেখা যেতে চলেছে একই ছবি।
সূত্রের খবর, ১২ হাজারের বেশি পরিক্ষার্থী এসেছেন বাংলায় পরীক্ষা দিতে। উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের পরিক্ষার্থীদের ভিড়ই বেশি বলে জানা যাচ্ছে। হিন্দি মাধ্যমে ৩৭০ শূন্যপদ, তাতেই আবেদন ভিন রাজ্যের ১২ হাজারের বেশি পরিক্ষার্থীদের। আগের দিন হিন্দি মিডিয়ামে আজকের পরীক্ষার শূন্যপদ ছিল ২২৫১। সেই শূন্যপদের জন্যই আবেদনের পাহাড় জমা হয়েছিল। ২০১৬ এর পরীক্ষায় হিন্দি মিডিয়ামদের অনুমতি ছিল না বলে খবর। এবারেই প্রথম। এ রাজ্য়ে এসে অনেকেই তাঁদের রাজ্যের নিয়োগের বেহাল দশা দেখে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তা নিয়ে রাজনৈতিক রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতোরও হয়েছিল।
এসএসসি বলছে এবার পরীক্ষায় বসছেন মোট ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থী। এদিন পরীক্ষা হতে চলেছে ৩৬ টি বিষয়ের পরীক্ষা। মোট শূন্যপদ ১২ হাজার ৫১৪। আবেদনকারী ২ লক্ষ ৪৬ হাজার। এসএসসি বলছে এবার পরীক্ষায় বসছেন মোট ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থী।
