AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Medical College: বাংলায় মেডিক্যাল পড়ুয়াদের জন্য বড় খবর! অনেকটাই বাড়ল আসন সংখ্যা

Medical College:কেন্দ্র একটি প্রকল্প করেছিল, যার প্রথম পর্যায়ে রাজ্যে নতুন মেডিক্যাল কলেজ গড়ে উঠেছে। দ্বিতীয় পর্যায়ে ১৭টি মেডিক্যাল কলেজে ৬৫০ আসন বৃদ্ধি পেতে চলেছে।

Medical College: বাংলায় মেডিক্যাল পড়ুয়াদের জন্য বড় খবর! অনেকটাই বাড়ল আসন সংখ্যা
মেডিক্যাল কলেজে আসন সংখ্যা বৃদ্ধি (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Feb 22, 2022 | 11:50 AM
Share

কলকাতা: রাজ্যে মেডিক্যাল পড়ুয়াদের জন্য স্নাতকোত্তর স্তরে আসন বৃদ্ধি। ১৭ মেডিক্যাল কলেজে বাড়ছে ৬৫০টি আসন। কলকাতা ন্যশনাল মেডিক্যাল কলেজ, এসএসকেএম, এনআরএস, আর জি কর সহ ১৭ কলেজে স্নাতকোত্তর স্তরে আসন বৃদ্ধি। আসন বাড়ছে সাগর দত্ত, ডায়মন্ড হারবার, পুরুলিয়া, রামপুরহাট, কোচবিহার মেডিক্যাল কলেজে। আসন বৃদ্ধির তালিকায় রয়েছে মালদহ, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, উত্তরবঙ্গ ও রায়গঞ্জ মেডিক্যাল কলেজও।

কেন্দ্র একটি প্রকল্প করেছিল, যার প্রথম পর্যায়ে রাজ্যে নতুন মেডিক্যাল কলেজ গড়ে উঠেছে। দ্বিতীয় পর্যায়ে ১৭টি মেডিক্যাল কলেজে ৬৫০ আসন বৃদ্ধি পেতে চলেছে। তার ফলে রাজ্যের চিকিৎসক পড়ুয়ারা আরও বেশি করে এ রাজ্যেই উচ্চশিক্ষিত হতে পারবেন। শুক্রবার ৮টি মেডিক্যাল কলেজের সঙ্গে প্রাথমিকভাবে স্বাস্থ্যভবনের বৈঠক রয়েছে।

ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে বাড়তে চলেছে ৮২ টি আসন, সাগরদত্ত মেডিক্যাল কলেজে বাড়তে চলছে ৪৮টি আসন, মুর্শিদাবাদে বাড়তে চলছে ৬২টি আসন, মালদাতে ৮২, রামপুরহাট ৮২, পুরুলিয়ায় ৮২, রায়গঞ্জ ও কোচবিহারে ৮২ টি আসন। মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান মেডিক্যাল কলেজে ৪টি করে আসন বাড়বে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ৮টি করে আসন বাড়তে চলেছে। কলকাতা মেডিক্যাল কলেজে ৪টি করে আসন বাড়তে চলেছে। আরজিকর মেডিক্যাল কলেজ, নীলরতনেও ৪টি করে আসন বাড়তে চলেছে। এসএসকেএম হাসপাতালে ১২ টি করে আসন বাড়তে চলেছে।

সব মিলিয়ে শহর কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজের পাশাপাশি জেলার মেডিক্যাল কলেজগুলিতেও আসন বাড়তে চলেছে। রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে এটি একটি বড় প্রাপ্তি।

আরও পড়ুন: AMTA Student Death: আনিস মৃত্যুতে কাঠগড়ায় পুলিস? রাতভর জেরায় সিটের হাতে চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন: ‘দাদা ছেড়ে দে না…’ কথাটা বলার পরই ভাইয়ের বুক চিরে দিল দাদা, সাক্ষী থাকলেন বাবা