RG Kar: ‘ওই মেয়েটার কী হবে, আমার ভয় লাগছিল সেদিন…’, আরজি করে TV9 বাংলার প্রতিনিধির অবস্থা দেখে শিউরে ওঠেন ‘তিলোত্তমা’র বাবা

Mob Attack at RG Kar: সেদিন TV9 বাংলার একাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন আরজি করে। মব অ্যাটাকের ছবি তাঁরা তুলে ধরেন মধ্যরাতে। প্রত্য়েকেই জানিয়েছেন পুলিশ সামনে থাকলেও তারা কোনও ব্যবস্থাই নেয়নি।

RG Kar: 'ওই মেয়েটার কী হবে, আমার ভয় লাগছিল সেদিন...', আরজি করে  TV9 বাংলার প্রতিনিধির অবস্থা দেখে শিউরে ওঠেন 'তিলোত্তমা'র বাবা
আরজি করে তাণ্ডবImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2024 | 8:58 AM

কলকাতা: ১৪ অগস্ট রাতে মোমবাতি-মশাল নিয়ে রাস্তায় নেমেছিল মেয়েরা। কোনও রাজনৈতিক রঙ ছাড়া এমন স্বতঃস্ফূর্ত মিছিল সাম্প্রতিককালে খুব কম দেখা গিয়েছে বলেই মনে করছেন অনেকে। সেই দৃশ্য দেখে কেঁদে ফেলেছিলেন ‘তিলোত্তমা’র মা। আর সেই প্রতিবাদ মিছিলের রাতেই আচমকা পরিস্থিতি বদলে যায় আরজি কর মেডিক্যাল কলেজে। রাত ১২ টার পর হঠাৎ ঢুকে পড়ে দুষ্কৃতীরা। পুলিশও যখন কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ, তখন সাংবাদিকদেরও নিজেদের প্রাণ বাঁচাতে লুকিয়ে পড়তে  হয় হাসপাতালের আনাচে-কানাচে।

সেই রাতে হাসপাতালের পরিস্থিতি তুলে ধরেন TV9 বাংলার প্রতিনিধি লিমা চট্টোপাধ্য়ায়। কখনও শৌচালয়ে, কখনও অন্ধকার ঘরে ঢুকে লুকিয়ে থাকতে হয়েছিল তাঁকে। তাঁর সেই অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন ‘তিলোত্তমা’র বাবাও। কার্যত ভয় পেয়ে গিয়েছিলেন তিনি।

‘তিলোত্তমা’র বাবা বলেন, মেয়েকে হারানোর কষ্ট ভুলতে না পারলেও, অনেক মেয়েকে পাশে পেয়েছেন তিনি। তাঁরাও সন্তানের মতো বলেই উল্লেখ করেন মৃত চিকিৎসকের বাবা। ১৪ অগস্ট রাতের কথা বলতে গিয়ে তিনি বলেন, TV9 বাংলার একজন প্রতিনিধি ছিল ওখানে, এমন পরিস্থিতিতে সে ছিল, দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবছিলাম, ‘ওই মেয়েটার কী হবে, ওর সঙ্গে যেন খারাপ কিছু না হয়।’

সেদিন TV9 বাংলার একাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন আরজি করে। মব অ্যাটাকের ছবি তাঁরা তুলে ধরেন মধ্যরাতে। প্রত্য়েকেই জানিয়েছেন পুলিশ সামনে থাকলেও তারা কোনও ব্যবস্থাই নেয়নি। পুলিশকেই কার্যত দৌড়ে প্রাণ বাঁচাতে দেখা যায়। আহতও হন কয়েকজন পুলিশকর্মী।