Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sealdah Division: পুজোর ক’দিন শুধুমাত্র শিয়ালদহ ডিভিশনে ট্রেনে চেপেছেন কত যাত্রী, হিসেব দিল পূর্ব রেল

Sealdah Division: ভিড় সামাল দেওয়ার জন্য সব গুরুত্বপূর্ণ স্টেশনে আরপিএফ মোতায়েন করা হয়েছিল। এছাড়াও ছিল মেডিক্যাল টিম, সাহায্যের জন্য় বিশেষ বুথ। সবরকম সাহায্যের ব্যবস্থা করা হয়েছিল শিয়ালদহ স্টেশনে।

Sealdah Division: পুজোর ক'দিন শুধুমাত্র শিয়ালদহ ডিভিশনে ট্রেনে চেপেছেন কত যাত্রী, হিসেব দিল পূর্ব রেল
লোকাল ট্রেনImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2024 | 6:48 PM

কলকাতা: দুর্গা পুজো মানেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। শহর কলকাতার পুজো দেখতে প্রতিবারই হাজির হন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। বিভিন্ন জেলার মানুষের কাছে পুজো দেখার জন্য অন্যতম উপায় হল লোকাল ট্রেন। কৃষ্ণনগর হোক বা ক্যানিং, বালি কিংবা বেলুড়, সব জায়গা থেকে লোকাল ট্রেনে সহজেই পৌঁছে যাওয়া যায় কলকাতায়। এবছরও তার ব্যতিক্রম হয়নি।

নিয়মিত যে সব ট্রেন চলে, সেগুলি ছাড়াও পুজো উপলক্ষে বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করেছিল পূর্ব রেলে। শুধুমাত্র শিয়ালদহ স্টেশন নয়, এই ডিভিশনের একাধিক স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো।

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, দুর্গা পুজোর পঞ্চমী থেকে দশমী অর্থাৎ ৮ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ ডিভিশনের ট্রেনের যাত্রীর সংখ্যা মোট ১ কোটির বেশি। গত বছরের তুলনায় এই সংখ্যা বেশ কিছুটা বেশি। গত বছর এই একই সময়ে যাত্রীর সংখ্যা ছিল ৯৫.৩৬ লক্ষ। অর্থাৎ এবছর যাত্রী সংখ্যা বেড়েছে ৫.১৬ শতাংশ।

পুজোর কয়েকদিনের হিসেব বলছে, প্রতিদিন গড়ে এই ডিভিশনে যাত্রী যাতায়াত করেছে ২০ লক্ষ। রেলের কর্তারা বলছেন সাধারণ দিনের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ। এই ভিড় সামাল দেওয়ার জন্য সব গুরুত্বপূর্ণ স্টেশনে আরপিএফ মোতায়েন করা হয়েছিল। এছাড়াও ছিল মেডিক্যাল টিম, সাহায্যের জন্য় বিশেষ বুথ। সবরকম সাহায্যের ব্যবস্থা করা হয়েছিল শিয়ালদহ স্টেশনে। রেলকর্তারা বলছেন, এত ভিড়েও কোনও অসুবিধা হয়নি, যাত্রীরা নিরাপদেই নিজেদের গন্তব্যে পৌঁছেছেন। কার্যত গত বছরের রেকর্ড এবার ভেঙে ফেলেছে শিয়ালদহ ডিভিশন।