Calcutta High Court: হাততালি দেওয়ার অভিযোগে গ্রেফতার, হেফাজতে মারধর! CBI-কে যা নির্দেশ দিল হাইকোর্ট
Calcutta High Court: শাসক দলের নেতার নাবালিকা কন্য়া সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। সেই মন্তব্য সমর্থন করে হাততালি দেওয়ার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করা হয়।
কলকাতা: শাসক দলের নেতার নাবালিকা কন্যা সম্পর্কে কুরুচিকর মন্তব্যে সমর্থন করে হাততালি দেওয়ার অভিযোগ উঠেছিল দুই মহিলার বিরুদ্ধে। সেই দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছিল। হেফাজতে থাকাকালীন তাঁদের মারধর করার অভিযোগ ওঠে। সেই সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সেই নির্দেশে স্থগিতাদেশ দিল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ।
সিবিআই আপাতত এই নিয়ে কোনও মামলা দায়ের করতে পারবে না। আগামী ৬ নভেম্বর পর্যন্ত মামলা দায়ের না করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই-কে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে সোমবার।
অর্থাৎ আগামী ৬ নভেম্বর পর্যন্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশকে মান্যতা দিতে পারবে না সিবিআই। এদিন আদালতে এক সিবিআই আধিকারিক জানান, এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি। তবে দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, “যেহেতু এখানে অভিযোগ পুলিশের বিরুদ্ধে এবং তাঁরা সরকারি কর্মী, তাই তাঁরা পালিয়ে যাবেন না।”
এর আগে মামলাকারীর আইনজীবী আদালতে জানিয়েছিলেন, শুধুমাত্র হাততালি দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ হেফাজতে থাকাকালীন তাঁদের ওপর শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। পরে জেল হেফাজতে থাকাকালীন বিষয়টি সামনে আসে। হাততালি দেওয়ার অপরাধে ২৬ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, শাসক দলের নেতার নাবালিকা কন্য়া সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। সেই মন্তব্য সমর্থন করে হাততালি দেওয়ার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করা হয়।