Suvendu Adhikari: মঙ্গলে পতাকা ছাড়া পথে নামছেন শুভেন্দুরাও, কার্নিভাল বাতিলের ডাক

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দলীয় পতাকা ছাড়াই এই মিছিলে নামার জন্য আহ্বান করা হয়েছে। মিছিলে উপস্থিত থাকবেন দলের বিধায়ক ও সাংসদরা। তবে পুলিশের তরফে অনুরোধ করা হয়েছে, যেহেতু ধর্মতলায় কার্নিভালের কর্মসূচি রয়েছে।

Suvendu Adhikari: মঙ্গলে পতাকা ছাড়া পথে নামছেন শুভেন্দুরাও, কার্নিভাল বাতিলের ডাক
শুভেন্দু অধিকারী, বিধানসভার বিরোধী দলনেতা Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2024 | 5:56 PM

কলকাতা: সোমবার জেলাগুলিতে পুজোর কার্নিভাল হয়েছে। মঙ্গলবার কলকাতায় পুজো কার্নিভাল। আর সেই পুজো কার্নিভাল বয়কটের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। বিকেল চারটে নাগাদ ‘মমতার কার্নিভাল বয়কট করুন।’ নাম দিয়ে মিছিলের ডাক দিয়েছেন শুভেন্দু।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দলীয় পতাকা ছাড়াই এই মিছিলে নামার জন্য আহ্বান করা হয়েছে। মিছিলে উপস্থিত থাকবেন দলের বিধায়ক ও সাংসদরা। তবে পুলিশের তরফে অনুরোধ করা হয়েছে, যেহেতু ধর্মতলায় কার্নিভালের কর্মসূচি রয়েছে। দ্রোহ কার্নিভাল রয়েছে। সেই কারণে মিছিল যেন সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত গিয়েই শেষ হয়ে যায়। তবে এই কথা পুলিশ বললেও পরবর্তী পদক্ষেপ কী করা হবে তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, কার্নিভালের পাশাপাশি ডাক্তারদের ডাকা দ্রোহ কার্নিভাল রয়েছে মঙ্গলবার। তিলোত্তমার ন্যায় বিচার ও নিজেদের সুরক্ষার দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন তারা। যদিও, সরকারের তরফে ডাক্তারদের আহ্বান করা হয়েছে ওই দিন অনেক বিদেশের অনেক গেস্ট থাকবে। ফলে তাদের কাছে ভুল বার্তা যেতে পারে। সেই কারণে ওই দিন যাতে দ্রোহ কার্নিভাল বাতিল করেন তাঁরা। তবে চিকিৎসকরাও পরিষ্কার জানিয়েছেন তাঁরা কোনওভাবেই বাতিল করবেন না দ্রোহ কার্নিভাল।