Nabanna: মৃত দুই BLO-কে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ নবান্নের, অসুস্থকে এক লক্ষ
Nabanna On BLO: এসআইআর-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিএলও। বিএলও-দের ওপরর অত্যাধিক কাজের চাপের অভিযোগ। ফর্ম বিলি পর্ব শেষের পরের ফেজ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতে শুরু করে, যে বিএলও-রা অসুস্থ হতে শুরু করছেন। দিকে দিকে বিক্ষোভ বিএলও-দের একাংশের!

কলকাতা: কর্তব্যরত অবস্থায় বিএলও-র মৃত্যু। এবার রাজ্যে মৃত দুই বিএলও-র পরিবারের আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মৃত ২ বিএলও-র পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বিএলও-র পরিবারকেও এক লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসআইআর-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিএলও। বিএলও-দের ওপরর অত্যাধিক কাজের চাপের অভিযোগ। ফর্ম বিলি পর্ব শেষের পরের ফেজ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতে শুরু করে, যে বিএলও-রা অসুস্থ হতে শুরু করছেন। দিকে দিকে বিক্ষোভ বিএলও-দের একাংশের! শুধু ফর্ম জমা নিলেই হবে না, ডিজিটাইজ় করে কমিশনের নির্দিষ্ট অ্যাপে আপলোড করতে হবে, কমিশনের এই নির্দেশের পর পরিস্থিতি আরও খারাপ হয়।
এরই মধ্যে দুই বিএলও কর্মী দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। তাঁরা হলেন শান্তিমনিএক্কা এবং ললিত অধিকারী। শান্তিমনি এক্কা জলপাইগুড়ি জেলার মাল এলাকায় থাকতেন। গত বুধবার তিনি আত্মহত্যা করেন বলে তাঁর পরিবারের দাবি করে। এসআইআরের কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলেই পরিবার দাবি করেছিল।ললিত অধিকারী কোচবিহারের বড়ধাম চাতরাগ্রামের বাসিন্দা। মহিষমুড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার এই দুই পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় বলে নবান্ন সূত্রের খবর । পাশাপাশি বিএলও-র কাজ করতে গিয়ে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন কোন্নগরের বাসিন্দা নমিতা বিশ্বাস। হাসপাতালে চিকিৎসাধীন নমিতা বিশ্বাসকে মুখ্যমন্ত্রীর নির্দেশে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ। রাজ্য সরকার তাঁর চিকিৎসার ব্যয়ভারও বহন করবে।
