ভাঙড়ে আইএসএফ প্রার্থী আব্বাসের ভাই! অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার
আইএসএফ চেয়ারম্যান নওশাদ (Naushad Siddiqui) শুরুতে প্রার্থী হতে রাজি হচ্ছিলেন না। যদিও শেষ পর্যন্ত আব্বাসের (Abbas Siddiqui) ভাই নওশাদকে রাজি করানো গিয়েছে।
কলকাতা: অবশেষে ভাঙড়ে (Bhangar) প্রার্থী দিচ্ছে আইএসএফ (ISF)। সূত্রের খবর, ভাঙড়ে আইএসএফ প্রার্থী হতে চলেছেন নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। যিনি আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) ভাই এবং সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান। আজ বা কাল তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে বলে সূত্রের দাবি। যদিও আইএসএফ চেয়ারম্যান নওশাদ শুরুতে প্রার্থী হতে রাজি হচ্ছিলেন না। যদিও শেষ পর্যন্ত আব্বাসের ভাই নওশাদকে রাজি করানো গিয়েছে।
দক্ষিণবঙ্গের রাজনীতিতে এই বিধানসভা আসনটির আলাদা তাৎপর্য রয়েছে। কেননা, ভাঙড় মুসলিম অধ্যুষিত কেন্দ্র হওয়ার কারণে আইএসএফ প্রার্থীর জেতার সবচেয়ে বেশি সম্ভাবনা সেখানেই। সেই কারণে নওশাদকে প্রার্থী করা হচ্ছে ওই আসনে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, আইএসএফ লড়াইতে থাকতে পারে। তবে দাঁত ফোটাতে পারবে না।
ভাঙড়ে আইএসএফ যে তৃণমূলকে কঠিন লড়াইয়ে ফেলবে, তা অবশ্য ভাঙড়ের তৃণমূল নেতারা মেনেই নিয়েছেন। তবে তাঁদের যুক্তি, ভাঙড়ে ৭০-৭২ শতাংশ সংখ্যালঘু ভোটারদের ভোটে আব্বাসের দল ভাল করতে পারে। কিন্তু বাকি ২৮-৩০ শতাংশ জায়গায় হিন্দু ভোট রয়েছে। ফলে সেখানে আইএসএফ কিছু করতে পারবে না, ওই এলাকায় বিজেপি আর তৃণমূল ভোট পাবে।
আরও পড়ুন: শুভেন্দুর মমতা-বিভ্রাট, তৃণমূল সুপ্রিমোকে দুষতে টানলেন অন্য মমতাকে
শাসকদলের দাবি, এই ভোট কাটাকাটির অঙ্কে তৃণমূলের ‘বহিরাগত’ প্রার্থী রেজাউল করিমই বাজিমাত করবেন। অন্যদিকে, আইএসএফের চিন্তা শুধু ভোটারদের ভোটবাক্স পর্যন্ত নিয়ে যাওয়া। তা হলেই অন্তত ওই একটি কেন্দ্রে শেষ হাসি হাসা যাবে বলেই বিশ্বাস ফুরফুরা শরীফের পীরজাদার দলের।
আরও পড়ুন: একদিন না একদিন লাল ফিরবে, দলবদলের মরসুমে এক অনন্য চরিত্র ৭০’এর দিবাকর