Car Accident : সল্টলেকের রাস্তায় বেপরোয়া গতি, ঘাতক গাড়ি কাড়ল বৃদ্ধার প্রাণ
Saltlake car accident: ঘাতক গাড়িটির ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা জানতে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।
কলকাতা : বেপরোয়া গাড়ি চালানোয় ফের পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক পথচারী বৃদ্ধার। দুর্ঘটনাটি ঘটেছে সল্টলেক শরৎ আবাসনের কাছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক জন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ছোট চার চাকার গাড়িটিতে এক ব্যক্তি এক মহিলাকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ঘাতক গাড়িটি প্রথমে একজন ডেলিভারি বয়ের স্কুটিতে ধাক্কা মারা। এরপর তাড়াহুড়ো করে পালাতে গিয়ে এক পথচারী মহিলার পায়ের উপর দিয়ে গাড়ি চাপা দিয়ে বেরিয়ে যায়। কিন্তু গাড়ির নিয়ন্ত্রণ সামলাতে না পেরে শরৎ আবাসনের ১৭ নম্বর বাড়ির সংলগ্ন ফুটপাতে উঠে যায় গাড়িটি। দুর্ঘটনার বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। আহত দুইজনকেই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিধাননগর পূর্ব থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘাতক গাড়িটির ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা জানতে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।
ঘাতক গাড়িটির ধাক্কায় ওই ডেলিভারি বয়ের স্কুটিটির ব্যাপক ক্ষতি হয়েছে। ডেলিভারি বয়ের জুতোটিও স্কুটির সঙ্গেই পড়ে থাকতে দেখা গিয়েছে দুর্ঘটনাস্থলে। এছাড়া রাস্তার উপরেও রক্তের ছোপ ছোপ দাগ এখনও রয়েছে। পুলিশের কাছে ইতিমধ্যেই এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার দুপুর ১ টা ১৫ মিনিট নাগাদ সল্টলেক সেক্টর ২-এর এসএ ব্লকে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশের তরফে আরও বলা হয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটির গতি যথেষ্ট বেশি ছিল। গাড়িটি চালাচ্ছিলেন একজন মহিলা। ওই মহিলা গাড়িটি নিয়ে অরিজিৎ মণ্ডল নামে একে ডেলিভারি বয়ের স্কুটিতে ধাক্কা মারে। তারপর পালাতে গিয়ে ৬০ বছর বয়সি গোতা শাঁ নামে এক বৃদ্ধাকে পায়ে চাপা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় ফুটপাতে উঠে যায় গাড়িটি।
দুর্ঘটনায় ওই বৃদ্ধা গুরুতর জখম হন এবং তাঁকে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়ি ও চালক মহিলাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আহত অরিজিতের বাবা জানিয়েছেন, “আমার ছেলে ওখানে ডেলিভারির মাল সাপ্লাই করছিল। সেই সময় এক মহিলা গাড়ি নিয়ে এসে ধাক্কা মারে। ওখানে একজন বয়স্ক মহিলাও ছিলেন। আমার ছেলের পা ভেঙে গিয়েছে।”
আরও পড়ুন : Weather Update: রেহাই নেই বৃষ্টি থেকে, আগামী চারদিন এই জেলাগুলির জন্য সতর্কতা হাওয়া অফিসের…