AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh on Tathagata Roy: ‘রাজনীতির বিনোদন জগতে অপূরণীয় সাময়িক ক্ষতি’! তথাগতর টুইট শেয়ার করে লিখলেন কুণাল

Kunal Ghosh: কুণাল লেখেন, 'তিনি যে দক্ষতায় দর্শককে হাসাতেন, তাঁর অবদান মানুষ মনে রাখবেন।'

Kunal Ghosh on Tathagata Roy: 'রাজনীতির বিনোদন জগতে অপূরণীয় সাময়িক ক্ষতি'! তথাগতর টুইট শেয়ার করে লিখলেন কুণাল
টুইট যুদ্ধে কুণাল ঘোষ ও তথাগত রায়। ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Nov 20, 2021 | 12:14 PM
Share

কলকাতা: বঙ্গ রাজনীতির যে সমস্ত কুশলী সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলতে সিদ্ধহস্ত, তাঁদের মধ্যে নিঃসন্দেহে এই মুহূর্তে ‘ট্রেন্ডিং’ তথাগত রায়। সর্বশেষ যে টুইট-বোমাটি তিনি ফাটিয়েছেন তা নিয়ে শনিবার সকাল থেকে জোর চর্চা শুরু হয়েছে। এদিন সকালে পর পর তিনটি টুইট করেন তথাগত রায়। যার মূল নির্যাস, ‘আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি’। তথাগতর এই টুইট নিয়ে একদিকে যেমন আলোচনা শুরু হয়েছে, একই ভাবে ধেয়ে আসছে কটাক্ষের বাণও। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা টুইটারে লিখেছেন, ‘বাংলার রাজনৈতিক বিনোদন জগতে এ এক অপূরণীয় সাময়িক ক্ষতি।’

তথাগত রায় এদিন টুইটারে লেখেন, ‘কারো কাছ থেকে বাহবা পাওয়ার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !’

এরপরই টুইটটি রিটুইট করে কুণাল ঘোষ লেখেন, ‘বাংলার রাজনৈতিক বিনোদন জগতে এ এক অপূরণীয় সাময়িক ক্ষতি। তিনি যে দক্ষতায় দর্শককে হাসাতেন, তাঁর অবদান মানুষ মনে রাখবেন। পাগলা দাশুর নাটকে ‘আবার সে এসেছে ফিরিয়া’-র মত সংলাপের অপেক্ষায় থাকব। তবে কামিনী অংশ বাদ দিলেও কাঞ্চন অংশে সিবিআই, ইডির তদন্তের দাবি থাকলই।’

যদিও কুণাল ঘোষের এই টুইটকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ তথাগত রায়। তাঁর স্পষ্ট জবাব, “কুণাল ঘোষকে আমি কোনও দিন ছাড়িয়ে যেতে পারব না। জেলে যাওয়ার সময় উনি মাননীয়াকে জেলে ভরা উচিৎ বলে দামামা বাজিয়েছিলেন। জেল থেকে বেরিয়ে অন্য রূপ ধারণ করেছেন। এখন কোথায় আছেন আমি জানি না। ওকে আমি কখনও ছাড়িয়ে যেতে পারব না।”

গত কয়েকদিন ধরে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়-সহ একাধিক নেতার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক দাবি করে চলেছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বার বার তাঁর জন্য অস্বস্তিতেও পড়তে হয়েছে দলকে। এ নিয়ে দিল্লি থেকে তাঁকে বার্তাও দেওয়া হয় বলে সূত্রের খবর। যদিও তথাগত রায় নিজেকে কিছুদিন আগেই ‘হুইসেলব্লোয়ার ‘ বলে দাবি করেছিলেন।

হুইসেলব্লোয়ার সেই মানুষটি হন, যাঁর কাছে সংগঠন কিংবা সংস্থার ভিতরে চলা বিভিন্ন অনৈতিক কাজের সমস্ত তথ্য-পরিসংখ্যান থাকে। সেই ‘হুইসেলব্লোয়ার’ শনিবার নতুন বঙ্গ রাজনীতিতে নতুন বাঁশি বাজিয়ে দিলেন। যদিও এদিনের টুইট নিয়ে তথাগত রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি একটাই কথা রেকর্ডের মতো বাজিয়ে গিয়েছেন, “যা আমি টুইটারে লিখেছি তার অতিরিক্ত আমার আর কিছুই বলার নেই।”

আরও পড়ুন: Tathagata Roy: টুইটার, ফেসবুকে বদলে গেল তথাগত রায়ের ‘ব্যক্তিগত পরিচিতি’, বিজেপি ছাড়ার ইঙ্গিত?