DA Hike in West Bengal: ৪ শতাংশ ডিএ ভিক্ষা! মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই কটাক্ষের বাণ বিরোধীদের

Dearness Allowance: বিজেপি নেতা দিলীপ ঘোষও এই ডিএ ঘোষণাকে 'ভিক্ষা'বলে কটাক্ষ করেছেন। কেন্দ্রীয় সরকারের মহার্ঘভাতার সঙ্গে তুলনা টেনে বললেন, "অন্যান্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তুলনায় এটা তো ভিক্ষা। অত্যাধিক উত্তেজনা বাড়লে, রাজ্য সরকার একটু জল ছিটিয়ে দেয়।"

DA Hike in West Bengal: ৪ শতাংশ ডিএ ভিক্ষা! মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই কটাক্ষের বাণ বিরোধীদের
মহার্ঘভাতা বাড়ানোর কথা ঘোষণা করতেই কটাক্ষ দিলীপেরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2023 | 5:39 PM

কলকাতা: বড়দিনের উৎসবের উদ্বোধনেই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ মহার্ঘভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সরকারির কর্মচারীরা বর্তমানে ৪৬ শতাংশ ডিএ পান। অক্টোবরেই ৪২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪৬ শতাংশ। রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা এতদিন ছিল ৬ শতাংশ। এবার রাজ্যের তরফে আরও ৪ শতাংশ মহার্ঘভাতা বাড়ানোয় কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক হল ৩৬ শতাংশ।

নতুন বছরের জানুয়ারি মাস থেকেই নতুন হারে মহার্ঘভাতা কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে রাজ্যের সরকারি কর্মচারীরা ১০ শতাংশ ডিএ পাবেন। তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরও বিশেষ সন্তুষ্ট নয় ডিএ-র দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের বক্তব্য, “মুখ্যমন্ত্রী ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন। ডিএ-র ব্যবধান ছিল ৪০ শতাংশ। ৪ শতাংশ ডিএ দিয়ে আমাদের ভোলাতে চাইছেন মুখ্যমন্ত্রী। আমরা ভিক্ষা চাইছি না। ডিএ চাইছি।”

বিজেপি নেতা দিলীপ ঘোষও এই ডিএ ঘোষণাকে ‘ভিক্ষা’বলে কটাক্ষ করেছেন। কেন্দ্রীয় সরকারের মহার্ঘভাতার সঙ্গে তুলনা টেনে বললেন, “অন্যান্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তুলনায় এটা তো ভিক্ষা। অত্যাধিক উত্তেজনা বাড়লে, রাজ্য সরকার একটু জল ছিটিয়ে দেয়। এতে তো দাবি পূরণ হচ্ছে না। সরকারি কর্মচারীরা ভেবে নিন, তাঁরা কী করবেন।”

প্রসঙ্গত, এদিন অ্যালেন পার্কে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মহার্ঘভাতা বাড়ানোর কথা ঘোষণা করার সময়েই বলেছেন, এই ডিএ বাড়ানো রাজ্য সরকারের কাছে বাধ্যতামূলক নয়, এটি ঐচ্ছিক। সেই নিয়েও এদিন কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও বলেছেন, “সামনে লোকসভার ভোট। মুখ রক্ষার জন্য এসব করা হচ্ছে। ৪ শতাংশ দিয়ে কী হবে! ফারাক তো এখনও অনেকটাই থেকে গেল। কেন্দ্রের সমান সমান দিতে হবে।”