AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Potato prices: মঙ্গলবার থেকে কি বাজারে পাবেন না আলু? বড় সিদ্ধান্ত মালিকদের

Potato prices: এ দিন, মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে আলু ব্যবসায়ীদের বৈঠক ছিল। সূত্রের খবর, ব্যবসায়ীরা বলেছেন তাঁদের কাছে প্রচুর অনুন্নত আলু রয়েছে। এই ধরনের আলু এ রাজ্যে ব্যবহার না হলেও, সেই আলুগুলি অন্য রাজ্যে রপ্তানি করলে তারা তা ব্যবহার করতে পারবেন।

Potato prices: মঙ্গলবার থেকে কি বাজারে পাবেন না আলু? বড় সিদ্ধান্ত মালিকদের
দাম বাড়বে আলুর?Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Dec 02, 2024 | 6:36 PM
Share

কলকাতা: মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা। কিন্তু তার আগে রাজ্যের মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা ছিল তাঁদের। তবে সেই মিটিংয়েও কাটল না জট। সেই কারণে আগামিকাল থেকে ধর্মঘটে অনড় আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকরা। আর ধর্মঘট যদি চলে তবে কি আলুর দাম বাড়বে?

এ দিন, মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে আলু ব্যবসায়ীদের বৈঠক ছিল। সূত্রের খবর, ব্যবসায়ীরা বলেছেন তাঁদের কাছে প্রচুর অনুন্নত আলু রয়েছে। এই ধরনের আলু এ রাজ্যে ব্যবহার না হলেও, সেই আলুগুলি অন্য রাজ্যে রপ্তানি করলে তারা তা ব্যবহার করতে পারবেন। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হবেন। কিছু রোজগারও হবে। যদিও, মন্ত্রীর তরফে বার্তা দেওয়া হয়েছে এ রাজ্যের নীতি ব্যবসায়ীদের মেনে চলতে হবে।

প্রসঙ্গত, আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করার পরই গত ২৩ নভেম্বর আলুর দামে রাশ টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে হরিপালে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। বৈঠকে ঠিক হয়, ২৬ টাকা কেজি দরে হিমঘর থেকে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা। অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসায়ীরা নির্ধারিত দামে আলু বিক্রি করলেও ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বিজ্ঞপ্তি ছাড়াই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে কোনও নির্দেশিকা ছাড়াই। এছাড়াও বেআইনিভাবে জরিমানা করা হচ্ছে বলে অভিযোগ।