Pujoy Pulse 2025: ছোট ঠাকুর গড়াতে দক্ষ বিউটি চান বড় কিছু করতে
Pujoy Pulse 2025: ছোট ঠাকুর বানানোতে দক্ষ হয়ে উঠেছেন বিউটি। বলেন, "আমি অনেক ছোট বয়স থেকে ঠাকুর বানাতে শুরু করি। গত ৭-৮ বছর এই ছোট ঠাকুর বানাচ্ছি।" বিভিন্ন জায়গা থেকে ঠাকুরের বায়না এসেছে। পরিবারের পেশা এগিয়ে নিয়ে যেতে চান তিনি।
কলকাতা: আকাশে বাতাসে পুজোর গন্ধ। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত অনেকে। তখন তাঁরও চরম ব্যস্ততা। নাওয়া-খাওয়া ভুলেছেন। বাঙালির সবচেয়ে বড় উৎসবের আগে তাঁর কোনও বিরাম নেই। কারণ, মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাবে তাঁর হাতে গড়া দুর্গাপ্রতিমা। তাই, এখন চরম ব্যস্ত পটুয়াপাড়ার বিউটি পাল।
অনেক মৃৎশিল্পী পরিবারের সন্তানরা অন্য পেশায় চলে যাচ্ছেন। তখন সদ্য স্নাতক হওয়া বিউটি পাল ঠাকুর গড়ার কাজেই মন দিতে চাইছেন। দাদু-বাবাকে সারাদিন প্রতিমা তৈরির কাজই করতে দেখেছেন। আর সেখান থেকেই বেড়েছে প্রতিমা তৈরির আগ্রহ। বিউটি বলেন, “ছোটবেলা থেকেই আমি দেখে এসেছি, সবাই ঠাকুর তৈরির কাজ করছেন। আমারও দেখে সেই ইচ্ছেটাই তৈরি হয়েছে যে আমি ঠাকুরের কাজই করব।”
ছোট ঠাকুর বানানোতে দক্ষ হয়ে উঠেছেন বিউটি। বলেন, “আমি অনেক ছোট বয়স থেকে ঠাকুর বানাতে শুরু করি। গত ৭-৮ বছর এই ছোট ঠাকুর বানাচ্ছি।” বিভিন্ন জায়গা থেকে ঠাকুরের বায়না এসেছে। পরিবারের পেশা এগিয়ে নিয়ে যেতে চান তিনি। আরও বড় কিছু করার ভাবনাও রয়েছে তাঁর।

এদিকে, গত ২ বছরের অভূতপূর্ব সাফল্যের টিভি৯ বাংলা ও পালস ক্যান্ডির উদ্যোগে পুজোয় পালসের ট্যাবলো এবারও পৌঁছে যাচ্ছে রাজ্যের কোণায় কোণায়। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। শিলিগুড়িতে পুজোয় পালসের ট্যাবলো ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। পুজোয় পালসের ট্যাবলোতে এবার রয়েছে হুইলও। সেই হুইল ঘোরালেই মিলছে উপহার। তা নিয়েও উচ্ছ্বসিত সবাই।
