R G Kar: ১১ মার্চের মধ্যে আরজি করের আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠন, সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট
R G Kar: বিচারপতির বাগচীর প্রাথমিক পর্যবেক্ষণ, কীভাবে বিচারপ্রক্রিয়া সংগঠিত হবে, সে বিষয়ে প্রয়োজন হলে বিশেষ আদালতের বিচারক এবং সমস্ত পক্ষের আইনজীবীদের নিয়ে বৈঠক করবে আদালত।

কলকাতা: আগামী ১১ মার্চের মধ্যে আরজি করের আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠন করার দিন ঘোষণা করবে সিবিআইয়ের বিশেষ আদালত। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এমনই আশাপ্রকাশ করে সময়সীমা বেঁধে দিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। তাঁর নির্দেশ, আগামী ৩ মার্চের মধ্যে প্রয়োজনীয় নথি নিরীক্ষণের কাজ সম্পূর্ণ করতে হবে অভিযুক্তদের।
বিচারপতির বাগচীর প্রাথমিক পর্যবেক্ষণ, কীভাবে বিচারপ্রক্রিয়া সংগঠিত হবে, সে বিষয়ে প্রয়োজন হলে বিশেষ আদালতের বিচারক এবং সমস্ত পক্ষের আইনজীবীদের নিয়ে বৈঠক করবে আদালত। তার ফলে নির্দিষ্ট সময় ধরে দ্রুত বিচারপ্রক্রিয়া সংগঠিত করা সম্ভব হবে। ইতিমধ্যে মামলা সংক্রান্ত নথি অভিযুক্তদের দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিবিআই।
প্রসঙ্গত, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে প্রথমে আর্থিক দুর্নীতির অভিযোগ আনেন আরজি করেরই নন মেডিক্যাল প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডের পর সেই অভিযোগ আরও মাথাচাড়া দিয়ে ওঠে। প্রকাশ্যে আসে একের পর এক ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ। চিকিৎসার সরঞ্জাম থেকে শুরু করে টেন্ডার দুর্নীতি, এমনকি মর্গে ডেড বডি নিয়েও দুর্নীতি, বর্জ্য পাচারেরও অভিযোগ ওঠে। এই মামলায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ। সঙ্গে গ্রেফতার হন সুমন হাজরা, আফসার আলি, বিপ্লব সিংহরাও।

