Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sacked Teacher: স্বাস্থ্যের কথা ভেবে ৪ দিনের মাথায় অনশন প্রত্যাহার তিন চাকরিহারা শিক্ষকের

Sacked Teacher: এক অনশন প্রত্যাহারকারী বলেন, "আমরা যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে সিবিআই দফতরে যাব। গণস্বাক্ষর কর্মসূচি নেব। জেলায় জেলায় যেতে হবে। ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। চূড়ান্ত অব্যবস্থা। বায়ো টয়লেট নেই। স্বাস্থ্যের কথা ভেবে অনশন প্রত্যাহার করছি আপাতত।"

Sacked Teacher: স্বাস্থ্যের কথা ভেবে ৪ দিনের মাথায় অনশন প্রত্যাহার তিন চাকরিহারা শিক্ষকের
অনশন প্রত্যাহার চাকরিহারা শিক্ষকেরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2025 | 2:59 PM

কলকাতা: এসএসসি ভবনের সামনে অনশন প্রত্যাহার চাকরিহারা তিন শিক্ষকের। স্বাস্থ্যের কথা ভেবে চার দিনের মাথায় অনশন প্রত্যাহার করলেন তাঁরা। তবে তাঁরা এও জানিয়ে রেখেছেন, আপাতত অনশন তুলে নিলেও দাবি পূরণ না হলে ফের অনশন, আন্দোলন তাঁরা চালিয়ে যাবেন। তাঁদের অভিযোগ, রাজ্য সরকার সহযোগিতা করছে না। সিবিআই দফতরেও ডেপুটেশন দেবেন তাঁরা।

এক অনশন প্রত্যাহারকারী বলেন, “আমরা যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে সিবিআই দফতরে যাব। গণস্বাক্ষর কর্মসূচি নেব। জেলায় জেলায় যেতে হবে। ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। চূড়ান্ত অব্যবস্থা। বায়ো টয়লেট নেই। স্বাস্থ্যের কথা ভেবে অনশন প্রত্যাহার করছি আপাতত।”

যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবনের সামনে অনশন আন্দোলনে বসেছিলেন চাকরিহারাদের একাংশ। আর একাংশ রাস্তায় নেমেছিলেন। যদিও শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু দাবি করেছিলেন, যাঁরা অনশন করছেন, তাঁরা বিশেষ একটি রাজনৈতিক দলের মদতপুষ্ট। গত শনিবারের চাকরিহারাদের একাংশের সঙ্গে বিকাশভবনে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। যাঁরা সেই বৈঠকে অংশ নিয়েছিলেন, তাঁরা শিক্ষামন্ত্রীকে জানিয়েছিলেন, অনশনকারীদের সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। যদিও অনশনকারীদের পাশেও সরকার রয়েছে বলে বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী। ২১ মে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। যতদিন তা বাস্তবায়িত না হচ্ছে, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও ঘোষণা করেছেন চাকরিহারারা।