Shamik on Adhir Chowdhury: অধীরকে ‘রাইট প্লেয়ার’ তকমা শমীকের, খেলা কি ঘুরছে?

BJP-TMC: রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, "কংগ্রেসে থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে সুর চড়ানো যাবে না, খাড়্গেসাহেবরা বুঝিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছেন, তৃণমূলকে বিজেপিই একমাত্র হারাতে পারবে। তাই অধীর চৌধুরী যদি মনে করেন তৃণমূল কংগ্রেসের বিসর্জন একান্ত প্রয়োজন, তৃণমূলের বিরোধিতায় যে বিজেপি সামনে আছে, তাদের পাশে দাঁড়াক।"

Shamik on Adhir Chowdhury: অধীরকে 'রাইট প্লেয়ার' তকমা শমীকের, খেলা কি ঘুরছে?
অধীর চৌধুরী ও শমীক ভট্টাচার্য। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2024 | 6:00 PM

কলকাতা: বাংলায় কংগ্রেসের সাংগঠনিক পালাবদল নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা তুঙ্গে। অধীর চৌধুরীর প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরে দাঁড়ানো এবং পরবর্তী ঘটনাক্রম নিয়ে জোর চর্চা। এরইমধ্যে আবার ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিকে দুই শিবির থেকেই কার্যত আহ্বান জানানো হয়েছে। প্রথমে কান্দির তৃণমূল বিধায়ক তথা অধীরের এক সময়ের ছায়াসঙ্গী অপূর্ব সরকারের (ডেভিড) মুখে শোনা গিয়েছে তেমন বার্তা। এবার বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের মুখেও অধীরের কথা। অধীর চৌধুরী শমীকের মতে ‘রাইট প্লেয়ার প্লেয়িং ইন অ্যা রং পার্টি’।

রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, “কংগ্রেসে থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে সুর চড়ানো যাবে না, খাড়্গেসাহেবরা বুঝিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছেন, তৃণমূলকে বিজেপিই একমাত্র হারাতে পারবে। তাই অধীর চৌধুরী যদি মনে করেন তৃণমূল কংগ্রেসের বিসর্জন একান্ত প্রয়োজন, তৃণমূলের বিরোধিতায় যে বিজেপি সামনে আছে, তাদের পাশে দাঁড়াক।”

এর আগে কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, “আপনি যদি মুর্শিদাবাদের জন্য মানুষের জন্য কাজ করতে চান, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসুন। সকলে আমরা একসঙ্গে কাজ করি। এই রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই। সব দল করা হয়ে গিয়েছে। তাই কেউ ভাল কাজ নিয়ে এলে স্বাগত জানাব। উনি বলে না, যিনিই আসুন, আমার কারও সঙ্গেই কাজ করতে কোনও অসুবিধা নেই।”