SLST: ওড়না খুলে হঠাৎই চাকরিপ্রার্থী… বিকাশ ভবনের সামনে হুলুস্থূল
SLST: আপার প্রাইমারি সাধারণ বিষয় ও শারীরশিক্ষা কর্মশিক্ষার আলাদা নিয়োগ প্রক্রিয়া। হাইকোর্টের নির্দেশে শারীরশিক্ষা কর্মশিক্ষা বিষয়ে চাকরিপ্রার্থীদের স্কুল নির্বাচনও হয়ে গিয়েছে। অর্থাৎ কে কোন স্কুলে চাকরি করবেন, তার সুপারিশপত্রও পেয়ে গিয়েছেন। তবে অন্য একটি মামলার জটে তাঁদের নিয়োগপত্র আটকে আছে।
কলকাতা: স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি ২০১৬ আপার প্রাইমারির (জেনারেল সাবজেক্ট) প্যানেল প্রকাশ হচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর। এরইমধ্য়ে এসএলএসটি ২০১৬ শারীরশিক্ষা কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সল্টলেকে। এক চাকরিপ্রার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেন।
আপার প্রাইমারি সাধারণ বিষয় ও শারীরশিক্ষা কর্মশিক্ষার আলাদা নিয়োগ প্রক্রিয়া। হাইকোর্টের নির্দেশে শারীরশিক্ষা কর্মশিক্ষা বিষয়ে চাকরিপ্রার্থীদের স্কুল নির্বাচনও হয়ে গিয়েছে। অর্থাৎ কে কোন স্কুলে চাকরি করবেন, তার সুপারিশপত্রও পেয়ে গিয়েছেন। তবে অন্য একটি মামলার জটে তাঁদের নিয়োগপত্র আটকে আছে। বিজ্ঞপ্তি, মেধাতালিকা সবই বেরিয়ে গিয়েছে। শুধু নিয়োগপত্র পাওয়ার অপেক্ষা।
সেই শারীরশিক্ষা, কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরাই এদিন বিকাশ ভবন অভিযান করেন। সেই আন্দোলন ঘিরে তুলকালাম বাধে। পুলিশি বাধা পেয়ে বিকাশ ভবনের সামনে ওড়না দিয়ে এক চাকরি প্রার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। যদিও সেখানে দায়িত্বরত মহিলা পুলিশ কর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন। অন্যদিকে বিকাশ ভবনের সামনে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের টেনে তুলে প্রিজন ভ্যানে তোলা হয়। বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয় তাঁদের।
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “ওদের মানসিক যন্ত্রণাটা আমি বুঝতে পারছি। একটা নির্দিষ্ট স্কুলে সুপারিশপত্র পেয়ে যাওয়ার পরও মামলার কারণে ওদের নিয়োগ আটকে আছে। ওদের দাবি যুক্তিসঙ্গত। তবে কোনওভাবেই আত্মহত্যাকে সমর্থন করা যায় না। একটু অপেক্ষা করুক চাকরি নিশ্চয়ই হবে।”