Soumendranath Mukherjee: সাক্ষাতের ৪ দিনের মাথায় এজির পদত্যাগপত্র গ্রহণ রাজ্যপালের
Soumendranath Mukherjee: গত ১৭ তারিখ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার পরই টিভিনাইন বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছিলেন, মান সম্মান বাঁচাতে পদ থেকে সরে এসেছেন তিনি। বলেছিলেন, অনেকদিন ধরেই এই সিদ্ধান্ত নেবেন বলে ভাবছিলেন। একটা অস্বস্তি ছিল। বলেছিলেন, "আমারও মান সম্মান আছে। তাই ঠিক করলাম আর একদিনও এই পদে যেন থাকতে না হয়।"

কলকাতা: সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ইস্তফাপত্র গ্রহণ করলেন রাজ্যপাল। রাজভবন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল পদে কাজ করছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সম্প্রতি বিদেশ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ইমেল করে তিনি ইস্তফাপত্র পাঠান। রাজভবন জানিয়েছিল, ইমেলে সেই ইস্তফাপত্র পেয়েছেন রাজ্যপাল। তবে সশরীরে এজিকে রাজভবনে দেখা করার কথাও বলা হয়। বিদেশ থেকে ফিরে গত শুক্রবার ১৭ নভেম্বর দেখাও করেন রাজ্যপালের সঙ্গে। রাজভবন সূত্রের খবর, সোমবার তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল বোস।
গত ১৭ তারিখ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার পরই টিভিনাইন বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছিলেন, মান সম্মান বাঁচাতে পদ থেকে সরে এসেছেন তিনি। বলেছিলেন, অনেকদিন ধরেই এই সিদ্ধান্ত নেবেন বলে ভাবছিলেন। একটা অস্বস্তি ছিল। বলেছিলেন, “আমারও মান সম্মান আছে। তাই ঠিক করলাম আর একদিনও এই পদে যেন থাকতে না হয়।”
একইসঙ্গে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বক্তব্য ছিল, “রাজ্য কোনও দুর্নীতি সমর্থন করতে পারে না। কোনও দুর্নীতি হয়ে থাকলে রাজ্যের অবস্থান স্পষ্ট থাকা দরকার। তারা তা সমর্থন করে না, তা স্পষ্ট করা দরকার। রাজ্যের দেখা উচিত যারা দুর্নীতির জন্য দায়ী, তারা যেন শাস্তি পায়।” সৌমেন্দ্রনাথের এই মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়। রাজভবন সূত্রে খবর, সোমবারই তাঁর ইস্তফাপত্র চূড়ান্তভাবে গৃহীত হয়েছে।