AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maa Flyover: মা উড়ালপুলে এবার ‘স্পেশ্যাল ১০’, শহরবাসীর জন্য নয়া উদ্যোগ লালবাজারের

Maa Flyover: প্রসঙ্গত, কলকাতার গুরুত্বপূর্ণ লাইফলাইন মা উড়ালপুল। যোগাযোগের মুশকিল আসান শহরের দীর্ঘতম এই উড়ালপুল। ৯.০২ কিলোমিটার লম্বা ফ্লাইওভার তৈরি হয়েছিল ২০১৫ সালে। মূলত, যানজট থেকে বাঁচতে তৈরি করা হয়েছিল এই ব্রিজ। তবে যানজটই এখন যান্ত্রণার কারণ হয়ে উঠেছে।

Maa Flyover: মা উড়ালপুলে এবার 'স্পেশ্যাল ১০', শহরবাসীর জন্য নয়া উদ্যোগ লালবাজারের
মা ফ্লাইওভারImage Credit: Facebook
| Edited By: | Updated on: Dec 27, 2023 | 10:57 AM
Share

কলকাতা: বহু মানুষের যাতায়াতের ভরসা মা ফ্ল্যাইওভার। বাইপাস-কলকাতা সংযোগকারী এই উড়ালপুল দিয়ে নিত্যদিন অসংখ্যা গাড়ি যাতায়াত করে। কিন্তু এই উড়ালপুলে যানজট নিত্যদিনকার ব্যাপার। কখনও গাড়ি খারাপ, কখনও দুর্ঘটনা! সিসিটিভিতে নজরজারিতে হচ্ছে ঠিকই, কিন্তু সমস্যা কিছুতেই মেটানো যাচ্ছে না। সেই সমস্যা সমাধানের এবার পদক্ষেপ করল লালবাজার। মোতায়েন করা হল ১০ পুলিশ কর্মী।

প্রসঙ্গত, কলকাতার গুরুত্বপূর্ণ লাইফলাইন মা উড়ালপুল। যোগাযোগের মুশকিল আসান শহরের দীর্ঘতম এই উড়ালপুল। ৯.০২ কিলোমিটার লম্বা ফ্লাইওভার তৈরি হয়েছিল ২০১৫ সালে। মূলত, যানজট থেকে বাঁচতে তৈরি করা হয়েছিল এই ব্রিজ। তবে যানজটই এখন যান্ত্রণার কারণ হয়ে উঠেছে। সিসিটিভি আছে ঠিকই। কিন্তু এতবড় ফ্ল্যাইওভারের অনেক জায়গায় সিসি ক্যামেরার আওতার বাইরে। কোথাও কোনও অঘটন ঘটলে পুলিশের জানতে-জানতেই সময় চলে যায়। নীচ থেকে উড়ালপুলে পৌঁছতে কিছুটা সময় নষ্টও হয়। এবার সেই সমস্যা মেটাতে বিশেষ ব্যবস্থা নিল লালবাজার। মা উড়ালপুরে ১০ জন পুলিশ কর্মীকে নিয়োগ করা হয়েছে। যার জন্য তৈরি করা হয়েছে ৬টি কিয়স্ক। সেখান থেকে ট্রাফিক পুলিশ কর্মীরা দিনের ব্যস্ত সময়ে নজরদারি চালাবেন যানবাহনের উপরে।

প্রাক্তন পুলিশ কর্তা বলেন, “মনিটারিং ঠিক মতো করা হচ্ছে কি না দেখতে হবে। এর মাধ্য়মে যানচলাচল অনেকটাই স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।”