SSC Scam Case: SSC-র সার্ভার থেকেই ‘লিস্ট’ হাতে পেল CBI! এবারই অযোগ্যদের পর্দাফাঁস?
Teachers Recruitment Scam: সিবিআই সূত্রে খবর, এসএসসি-র তরফে তিন জনকে ইমেল করা হয়েছিল। প্রথম ইমেল করা হয় নায়েসাকে,ইমেল গিয়েছিল নায়সার কর্তা নিলাদ্রি দাস, নায়েসার প্রাক্তন কর্তা পঙ্কজ বনশল ও নায়েসার এক কর্মী মুজাম্মিল হোসেনকে।
কলকাতা: নিয়োগ দুর্নীতির সবচেয়ে বড় পর্দাফাঁস। TV9 বাংলার কাছে এল ‘দুর্নীতির সেই নথি’। সূ্ত্রের খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সিবিআইয়ের হাতে এসে চাকরির চুরির ইমেলের কপি। অভিযোগ, কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকা নায়সাকে মেল করেছিল এসএসসি। বিস্ফোরক সেই নথি হাতে এল টিভি ৯ বাংলার কাছেও।
হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে প্রায় ২৫ হাজারের। মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এখনও পর্যন্ত সম্ভব হয়নি যোগ্য ও অযোগ্য প্রার্থীদের বাছাই করা। লক্ষ-লক্ষ টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন অযোগ্যরা। এই নিয়ে যখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই সময় উঠে এল বিস্ফোরক খবর। জানা যাচ্ছে, অযোগ্যদের তালিকা নায়েসাকে মেল করেছিল এসএসসি। সূত্রের খবর, সেই মেলের কপি পেয়েছে সিবিআই। জানা যাচ্ছে সেই মেলে একাধিক নামের উল্লেখ রয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এসএসসি সার্ভার থেকে সেই মেল খুঁজে পেয়েছে।
সিবিআই সূত্রে খবর, এসএসসি-র তরফে তিন জনকে ইমেল করা হয়েছিল। প্রথম ইমেল করা হয় নায়েসাকে,ইমেল গিয়েছিল নায়সার কর্তা নিলাদ্রি দাস, নায়েসার প্রাক্তন কর্তা পঙ্কজ বনশল ও নায়েসার এক কর্মী মুজাম্মিল হোসেনকে। এদের কাছে একাধিকবার মেল করা হয় অযোগ্যদের তালিকা। জানা যাচ্ছে, মেলের তদন্তে নেমে সিবিআই-এর নজরে এবার মুজাম্মিল হোসেন। এসএসসি-র সার্ভারে এমন আরও ইমেল থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা।
এই তালিকা আসার পর কি সুরাহা হতে চলেছে যোগ্যদের?
সূত্রের খবর, এই অযোগ্যদের তালিকার উপর ভিত্তি করেই সিবিআই তাদের তলব করতে চলেছে। যদি, প্রমাণিত হয় টাকা বিনিময়ে এই তালিকায় থাকা ব্যক্তিরা চাকরি পেয়েছেন তাহলে বেঁচে যেতে পারেন যোগ্যরা। ফলত, অযোগ্যদের তালিকা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।