Weather Update: রবিবার থেকে ফের উধাও হবে ঠান্ডা? শীতের পথে বাধা দিচ্ছে কে?
Weather Update: হাওয়া অফিস বলছে, রবিবার থেকেই বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। বাড়বে দক্ষিণ পূর্বের হওয়ার দাপট। বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণবঙ্গে। সঙ্গে আংশিক মেঘলা আকাশেরও দেখা মিলতে পারে। দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।

কলকাতা: আজ আরও কিছুটা বাড়ল ঠান্ডার আমেজ। কলকাতার তাপমাত্রা নামল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমাঞ্চলেও জমজমাট ঠান্ডা। পুরুলিয়ার পারদ নামল ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনে ১১.৮ ডিগ্রি, বাঁকুড়ায় ১৪.৪ ডিগ্রি। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবার থেকে ফের চড়বে পারদ। ঝঞ্ঝার প্রভাবে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।
হাওয়া অফিস বলছে, রবিবার থেকেই বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। বাড়বে দক্ষিণ পূর্বের হওয়ার দাপট। বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণবঙ্গে। সঙ্গে আংশিক মেঘলা আকাশেরও দেখা মিলতে পারে। দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টি হলেও তা হবে হালকাই। সোমবার বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে।
ফলে রবিবারের পাশাপাশি সোমবারেও বাড়তে পারে পারা। তারফলে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে ঠান্ডা এখনই দেখা যাচ্ছে না। শুক্রবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯৭ শতাংশ। অন্যদিকে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভালরকম কুয়াশার দাপট থাকবে দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলাতে। এই দুই জেলাতেই সকালের দিকে মাঝারি কুয়াশার সতর্কতা থাকছে।
