Weather Update: মাইনাসে নামছে তাপমাত্রা, বৃষ্টি হলেও তা ঝরবে তুষারপাত রূপে, ভিজবে কোন কোন জেলা
Weather Update: আগামী পাঁচদিন একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। এই দুই জেলা ছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদহ, দুই দিনাজপুরে বৃহস্পতিবার ও শুক্রবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতা: পূর্বাভাস ছিলই। তা সত্যি করে এদিন সকাল থেকেই একাধিক জেলায় ঝিরিঝিরি বৃষ্টির ছবি দেখা গিয়েছে। রাতের দিকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিতে ভিজতে পারে বৃহস্পতিবারও। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী একাধিক জেলা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদনীপুর এবং কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তাঁর আগে এদিন রাতেই ভিজতে পারে দুই মেদিনীপুর, কলকাতা। ভিজতে পারে হাওড়া ও হুগলিও।
তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আগামী পাঁচদিন একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। এই দুই জেলা ছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদহ, দুই দিনাজপুরে বৃহস্পতিবার ও শুক্রবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে ইতিমধ্যেই পাহাড়ের উঁচু জায়গাগুলিতে বরফ পড়তে শুরু করেছে। মৌসম ভবন বলছে, আগামী কয়েকদিন দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলির তাপমাত্রা মাইনাস ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। বূৃষ্টি হলেও তা ঝরে পড়বে তুষারপাতের রূপে।
হাওয়া অফিস বলছে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর একটি উচ্চচাপ বলয় অবস্থান করছে, রয়েছে একটি ঘূর্ণাবর্তও। সেটিই বৃহস্পতিবার বাংলার উপর আসতে পারে। তারফলে বৃষ্টির দাপট কিছুটা হলেও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সব জেলাতেই চলবে কুয়াশার দাপট। হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে।