Kolkata Dakkhin: ‘গোঁসা’ বাড়ছে, কলকাতা দক্ষিণে ভোট কমিটিই বদলে গেল
Kolkata Dakkhin: বিতর্ক যাতে চরম আকার না নেয় তার জন্য এই সিদ্ধান্ত বলেই মত ওয়াকিবহাল মহলের। যেভাবে তারক সিং এবং সুশান্ত ঘোষ অভিমানের সুরে নেতৃত্বকে ঘুরিয়ে কটাক্ষ করেছেন, তাতে রীতিমতো বিপাকে পড়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল রাজ্য তৃণমূল নেতৃত্ব বলেই মনে করছেন অনেকে।
কলকাতা: বিভিন্ন লোকসভা কেন্দ্রের জন্য নির্বাচন কমিটি করেছে তৃণমূল। কলকাতা দক্ষিণ কেন্দ্রের নির্বাচন কমিটিতে নাম নিয়ে বিতর্ক শুরু হয়েছিল তারক সিংয়ের হাত ধরে। এরপর বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষও মুখ খোলেন। বিতর্ক বাড়ছে বুঝে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য তৃণমূল নেতৃত্ব। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অধীনস্থ যতগুলি ওয়ার্ড রয়েছে, সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরকে এই নির্বাচন কমিটির সদস্য করে নেওয়া হল।
বিতর্ক যাতে চরম আকার না নেয় তার জন্য এই সিদ্ধান্ত বলেই মত ওয়াকিবহাল মহলের। যেভাবে তারক সিং এবং সুশান্ত ঘোষ অভিমানের সুরে নেতৃত্বকে ঘুরিয়ে কটাক্ষ করেছেন, তাতে রীতিমতো বিপাকে পড়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল রাজ্য তৃণমূল নেতৃত্ব বলেই মনে করছেন অনেকে।
কলকাতা দক্ষিণ লোকসভা নির্বাচন কমিটি থেকে নাম বাদ পড়ায় বুধবারই মেয়র পরিষদ তারক সিং বলেন, “আমি হয়ত যোগ্য নই। যাঁদের নাম দেওয়া হয়েছে, তাঁরা আমার থেকে অনেক বেশি যোগ্য মনে হয়। আমি হয়তো কাজ করতে পারিনি। আমি মেয়র পারিষদ হই অনেকেই চাননি। কিন্তু আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় এ পদে বসিয়েছেন। এখন দলে নেতারা অনেক কিছু করছেন। আমাকে তাঁরা যোগ্য মনে করেননি, তাই নাম রাখেননি।”
বৃহস্পতিবার এ নিয়ে মুখ খোলেন রাজ্যের সাংগঠনিক সম্পাদক তথা বরো ১২-এর চেয়ারম্যান সুশান্ত ঘোষ। তাঁর কথায়, “আগে দলের একাধিক দায়িত্ব পালন করেছি। দল যা যা দায়িত্ব দিয়েছে তা সঠিকভাবে পালন করেছি। এখন শুধুমাত্র ১০৮ নম্বর ওয়ার্ডে ঠেলে দিয়েছে। দল যাদের যোগ্য মনে করেছে তাদেরই তালিকায় রেখেছে। আমি শুধু নিজের ১০৮ নম্বর ওয়ার্ডেই মনোনিবেশ করব। মান অভিমান ক্ষোভ -বিক্ষোভের বিষয় নয়। কিন্তু নিজের ওয়ার্ড ছাড়া আমি অন্য দিকে যাব না। কারণ কমিটিতে যারা রয়েছেন তারাই দেখে নেবে, আমার যাওয়ার প্রয়োজন নেই।” কলকাতা দক্ষিণের জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার এই তালিকা প্রসঙ্গে বলেন, কলকাতা দক্ষিণে প্রায় ৬০ জন কাউন্সিলর আছেন। সকলেই এই কমিটির সদস্য।