AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: এই লাইনের যাত্রীদের জন্য খারাপ খবর, মিলবে না রাতে ফেরার মেট্রো

Metro News: তবে এই সুখ এবার শেষ। আগামিকাল থেকে নয়া দুর্ভোগ। রাতের স্পেশাল মেট্রো বন্ধ করে দিল কলকাতা মেট্রো। শনিবার এবং রবিবার ছাড়া সোম থেকে শুক্র রাত ১০:৪০ মিনিটে মেট্রোর উত্তর-দক্ষিণ করিডর (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) দু'টি অন্তিম স্টেশন থেকে একটি করে ট্রেন ছাড়ত। এবার থেকে তা বন্ধ করে দেওয়া নির্দেশ দেওয়া হল।

Kolkata Metro: এই লাইনের যাত্রীদের জন্য খারাপ খবর, মিলবে না রাতে ফেরার মেট্রো
কলকাতা মেট্রোImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 02, 2025 | 6:38 PM
Share

কলকাতা: বর্তমানে মেট্রো পরিষেবার পরিধি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কলকাতা শহর ছাড়িয়ে রুট পৌঁছেছে শহরতলিতে। প্রতিদিন কর্মসূত্রে বাইরে বেরতে হয়, এমন মানুষ এই পরিষেবা পেয়ে উপকৃত। বিশেষ করে যাঁরা রাতে বাড়ি ফেরেন তাঁদের কাছে শেষ মেট্রোর গুরুত্ব অপরিসীম। তবে এই সুখ এবার শেষ। আগামিকাল থেকে নয়া দুর্ভোগ। রাতের স্পেশাল মেট্রো বন্ধ করে দিল কলকাতা মেট্রো। শনিবার এবং রবিবার ছাড়া সোম থেকে শুক্র রাত ১০:৪০ মিনিটে মেট্রোর উত্তর-দক্ষিণ করিডর (শহিদ ক্ষুদিরাম-দমদম) দু’টি অন্তিম স্টেশন থেকে একটি করে ট্রেন ছাড়ত। এবার থেকে তা বন্ধ করে দেওয়া নির্দেশ দেওয়া হল।

গত বছর (২০২৪) শেষ মেট্রোর সময় বাড়ানোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, বহু অফিস যাত্রী আছেন যাঁরা অফিসের কাজ শেষ করে অনেক রাতে বাড়ি ফেরেন। তাঁরা অসুবিধায় পড়েন অনেক সময়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়েছিলেন, রাতের মেট্রো বাড়ালে সাধারণ মানুষের সুবিধা হয়। এরপরই সুখবর শুনিয়েছিল কলকাতা মেট্রো। ব্লু লাইনে সোমবার থেকে শুক্রবার প্রতিদিন রাত ১০.৪০ মিনিটে মেট্রো মেট্রো চলা শুরু হয়েছিল। তাতে সুবিধাই হচ্ছিল যাত্রীদের।

তবে এবার মেট্রো জানাল এই ট্রেনটি এবার চলবে না। এর কারণ হিসাবে কর্তৃপক্ষ জানিয়েছেন, এখন মেট্রো ছাড়াও আরও বিকল্প উপায় রয়েছে যাতায়াতের জন্য। সেই কারণেই বন্ধ করা হচ্ছে। তবে, মেট্রো ইউনিয়নগুলির দাবি, পর্যাপ্ত পরিমাণ রেক এবং চালক না থাকার জন্যই মেট্রো চালানো সম্ভব হচ্ছে না।