Sandip Ghosh: নিজ়াম প্যালেস থেকে বের হতেই চোর চোর স্লোগান, মুখ লুকিয়ে চলে গেলেন সন্দীপ

Sandip Ghosh: সন্দীপকে যখন বের করে নিয়ে যাওয়া হয় তখন বড়সড় ভিড় দেখা যায় নিজাম প্যালেসের সামনেও। আশপাশের সরকারি দফতরের বহু কর্মীই এদিন ভিড় জমান নিজাম প্যালেসের সামনে। সন্দীপকে দেখে অনেকেই আবার চোর চোর স্লোগান দিয়ে ওঠেন।

Sandip Ghosh: নিজ়াম প্যালেস থেকে বের হতেই চোর চোর স্লোগান, মুখ লুকিয়ে চলে গেলেন সন্দীপ
ব্যাপক উত্তেজনা নিজ়াম প্যালাসেImage Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2024 | 4:00 PM

কলকাতা: সোমবার রাতে গ্রেফতার। এবার আদালতের পথে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিন দুপুর তিনটে নাগাদ সন্দীপ-সহ চারজনকে নিজাম প্যালেস থেকে বের করে নিয়ে যান সিবিআই আধিকারিকেরা। গন্তব্য আলিপুর আদালত। নিজামে যখন এ ঘটনা ঘটছে তখন উল্টোদিকে জুনিয়র চিকিৎসকদের মিছিলে উত্তাল লালবাজার। ২২ ঘণ্টা পরে শেষ পর্যন্ত ব্যারিকেড তুলে নিতে বাধ্য হয়েছে পুলিশ। 

এদিকে সন্দীপকে যখন বের করে নিয়ে যাওয়া হয় তখন বড়সড় ভিড় দেখা যায় নিজাম প্যালেসের সামনেও। আশপাশের সরকারি দফতরের বহু কর্মীই এদিন ভিড় জমান নিজাম প্যালেসের সামনে। সন্দীপকে দেখে অনেকেই আবার চোর চোর স্লোগান দিয়ে ওঠেন। পাশাপাশি সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলেও ক্যামেরার কার্যত মুখ লুকিয়ে নিজাম ছাড়তে দেখা যায় সন্দীপকে। কোনও প্রশ্নেরই উত্তর দিতে চাইলেন না। এদিন সন্দীপকে আদালতে পেশ করার পর তাঁকে হেফাজতে নিতে চাইছে সিবিআই। দুর্নীতি মামলার তদন্ত আরও এগিয়ে যাওয়ার স্বার্থেই তাঁকে হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সিবিআইয়ের তদন্তকারীরা। 

এই খবরটিও পড়ুন

সন্দীপ ছাড়াও সোমবার গ্রেফতার হয়েছেন আফসার আলি, সুমন হাজরা ও বিপ্লব সিংহ নামে তিন ব্যক্তি। আফসার আবার সন্দীপের নিরাপত্তারক্ষী। পাশাপাশি সুমন ও বিপ্লব ভেন্ডার হিসাবে পরিচিত। এরা দু’জনেও সন্দীপ ঘনিষ্ঠ বলে জানা যায়। হাসপাতালের সিংহভাগ টেন্ডার কোনও এক অজ্ঞাত কারণে বরাবর এরা পেয়ে যেতেন বলে খবর। একযোগে চালিয়েছেন দুর্নীতি। অভিযোগ এমনটাই। সে কারণেই গ্রেফতার। এদিন সন্দীপ ছাড়া বাকি তিনজনকেও তোলা হচ্ছে আদালতে।