AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dum Dum Lok Sabha constituency: সুজন-সৌগত-শীলভদ্র, এবার তিন ‘সাদা চুলের’ খেল দেখবে দমদম

Dum Dum Lok Sabha constituency: এ দিকে, আবার শীলভদ্র প্রার্থী হতেই একে সৌগত ও শীলভদ্রের শুরু বাগযুদ্ধ। আর তাঁদের এই কথোপকথনে কার্যত সরগরম দমদমের রাজনীতি। সৌগত রায়ের কটাক্ষ গত বিধান সভায় খড়দহে পরাজিত হয়েও লোকসভায় লড়ছেন শীলভদ্র। মাধ্যমিকে ফেল করে উচ্চ-মাধ্য়মিক দিচ্ছেন বলে জানিয়েছেন।

Dum Dum Lok Sabha constituency: সুজন-সৌগত-শীলভদ্র, এবার তিন 'সাদা চুলের' খেল দেখবে দমদম
সুজন-সৌগত-শীলভদ্র, জিতবেন কে?Image Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 26, 2024 | 1:13 PM
Share

কলকাতা: দমদম লোকসভা কেন্দ্র। সিপিএম-প্রার্থী সুজন চক্রবর্তী, তৃণমূল প্রার্থী সৌগত রায় ও বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। সেখানকার বাসিন্দারা তো কেউ কেউ মজার সুরে বলেই ফেললেন, ‘এবার সাদা চুলের লড়াই দেখবে দমদমবাসী।’

এ দিকে, আবার শীলভদ্র প্রার্থী হতেই একে সৌগত ও শীলভদ্রের শুরু বাগযুদ্ধ। আর তাঁদের এই কথোপকথনে কার্যত সরগরম দমদমের রাজনীতি। সৌগত রায়ের কটাক্ষ গত বিধান সভায় খড়দহে পরাজিত হয়েও লোকসভায় লড়ছেন শীলভদ্র। মাধ্যমিকে ফেল করে উচ্চ-মাধ্য়মিক দিচ্ছেন বলে জানিয়েছেন। বিজেপি প্রার্থী আবার জবাবে বলেছেন, “মহারাষ্ট্রের আইপিএসও টুয়েলভ ফেল। উচ্চ-মাধ্যমিক ফেল করেও আইপিএস হওয়া যায়।”

প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা নির্বাচনে দমদম থেকে পাঁচ লক্ষ ভোটে জেতেন তৃণমূলের সৌগত রায়। পরাজিত করেছিলেন বিজেপি প্রার্থী শমিক ভট্টাচার্য ও সিপিএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্যকে। এবার তাঁর বিপরীতে সুজন। যদিও, গত একুশের বিধানসভা নির্বাচনে যাদবপুর থেকে তৃণমূলের দেবব্রত মজুমদারের কাছে হারতে হয়েছিল তাঁকে। অপরদিকে, খড়দহ বিধানসভা থেকে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত পরাজিত হয়েছিলেন তৃণমূলের কাজল সিনহার কাছে। তবে রাজনীতিতে সুজন হোক বা সৌগত কিংবা শীলভদ্র বহুদিনের। রাজনীতির ইতিবৃত্ত সব জানা। ফলে দমদম লোকসভায় এই তিন দুঁদে রাজনীতিবিদের মধ্যে কে শেষ হাসি হাসে তা তো ভবিষ্যৎ বলবে।