Kunal-Sudip: সুদীপের বাড়িতে ফিশ ফ্রাই খেলেন কুণাল, নয়না রেখেছিলেন নাড়ুও…

Kunal Ghosh: এদিন সুদীপের বাড়ি থেকে গরম 'সংলাপ' উধাও কুণাল ঘোষের। তাপস রায় বিদ্রোহ করে দল ছাড়ার সন্ধ্যাতেই সুর নরম কুণালের। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে কুণালকে বলতে শোনা গেল, "আমার মুখে এখনও চা লেগে রয়েছে। কী বলেছি, কোন পরিপ্রেক্ষিতে বলেছি এখন তা নিয়ে বলার কী আছে? মুখোমুখি কথা হল আমাদের।"

Kunal-Sudip: সুদীপের বাড়িতে ফিশ ফ্রাই খেলেন কুণাল, নয়না রেখেছিলেন নাড়ুও...
কুণাল ঘোষ সুদীপ-নয়নার বাড়িতে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2024 | 9:51 PM

দীক্ষা ভুইয়্যা

কলকাতা: রাজনীতিতে কী যে হতে পারে তার বোধহয় কোনও সীমা-পরিসীমা নেই। দু’দিন আগে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ধুয়ে দিচ্ছিলেন কুণাল ঘোষ, সেই কুণালই সোমবার সুদীপের বাড়িতে বসে ফিশফ্রাই চা সহযোগে জমালেন আড্ডা! ছিল নাড়ুও। সুদীপের বক্তব্য, “দলের দু’জন সহকর্মী একসঙ্গে চা খাবে তাতে অন্যায় কোথায়?” আর দু’দিন ধরে এই যে এত কিছু চলল? সুদীপ এ প্রশ্নে একেবারে ‘কুল’। বললেন, “আমার কোনও মান অভিমান নেই।”

এদিন সুদীপের বাড়ি থেকে গরম ‘সংলাপ’ উধাও কুণাল ঘোষের। তাপস রায় বিদ্রোহ করে দল ছাড়ার সন্ধ্যাতেই সুর নরম কুণালের। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে কুণালকে বলতে শোনা গেল, “আমার মুখে এখনও চা লেগে রয়েছে। কী বলেছি, কোন পরিপ্রেক্ষিতে বলেছি এখন তা নিয়ে বলার কী আছে? মুখোমুখি কথা হল আমাদের।”

কুণাল জানান, দলটা এক, পরিবারটাও একই। সাংগঠনিক জট নিয়েও এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে বলে জানান কুণাল। একইসঙ্গে কুণালের দাবি, “আমি তো মনে করিয়ে দিলাম এই আসনে নয়না বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়ার কথা ছিল।” প্রসঙ্গত, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে দুদিন আগেই কুণাল বলেছিলেন, শশী পাঁজার মত নেত্রীর প্রার্থী হওয়া উচিত।